ঢাকা , শুক্রবার, জুলাই ২৫, ২০২৫

ডিপ্রেশনে নুসরাত ফারিয়া: ‘সোশ্যাল মিডিয়া ট্রায়াল’ নিয়ে মর্মস্পর্শী পোস্ট

Jul ২৪, ২০২৫
বিনোদন
ডিপ্রেশনে নুসরাত ফারিয়া: ‘সোশ্যাল মিডিয়া ট্রায়াল’ নিয়ে মর্মস্পর্শী পোস্ট

নিজস্ব প্রতিবেদক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার সময়টা ভালো যাচ্ছে না। কারাগার থেকে বেরিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বিশ্রামে আছেন তিনি।  সম্প্রতি জ্বরে আক্রান্ত হন অভিনেত্রী। সবকিছু মিলিয়ে যেন ডিপ্রেশনে কাটছে তার সময়। তবে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নুসরাত ফারিয়া। গতকাল বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে সে আভাসই দিলেন অভিনেত্রী।

নুসরাত ফারিয়া লিখেছেন ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু নয়। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। তিনি বলেন, অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়। আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।

অভিনেত্রী বলেন, আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে— যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।

স্যোসাল মিডিয়া ট্রায়ালের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা— এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া বেশ কিছু দিন ধরে অভিনয় থেকে দূরে। সর্বশেষ তাকে দেখা গেছে গত রোজার ঈদে ‘জ্বীন ৩’ সিনেমায়। এরপর আর তাকে আর কাজে দেখা যায়নি।

এনডিটিভিবিডি/২৪জুলাই/এএ