নিজস্ব প্রতিবেদক : ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানকে ১০ বছর আগেই হোয়াইটওয়াশ করার মিষ্টি স্বাদ পেয়েছে বাংলাদেশ। ২০১৫ সালের এপ্রিলে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগারবাহিনী।
টেস্টে পাকিস্তানকে হোয়াইওয়াশ করতে অনেকটা সময় লেগেছে বাংলাদেশের। দেরিতে হলেও বাংলাদেশের এই কীর্তি ছিল বীরত্বপূর্ণ। ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানকে তাদেরই মাটিতে গিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে এসেছিল নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন দল।
তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাকি এক ফরম্যাট, টি-টোয়েন্টিতে এখনো পাকিস্তানকে হোয়াইওয়াশ করার স্বাদ পায়নি বাংলাদেশ। এবার টাইগারদের সামনে সেই সুযোগ এসেছে। আজ বৃহস্পতিবারই বৃত্ত পূরণের মোক্ষম সুযোগ লাল-সবুজ বাহিনীদের।
সন্ধ্যা ৬টায় শেরে বাংলায় চলমান তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ম্যান ইন গ্রিনদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে পারলেই পাকিস্তানকে টি-টোয়েন্টিতেও হোয়াইশওয়াশের কীর্তি গড়তে পারবে টাইগাররা।
ক্রিকেটভক্তদের মনে প্রশ্ন, পাকিস্তানকে হারিয়ে আজ কি আরেকটি রেকর্ড করতে পারবে বাংলাদেশ? ম্যান ইন গ্রিনদের হোয়াইটওয়াশের বৃত্তে আবদ্ধ করতে পারবে লিটন দাসরা?
এই প্রশ্নের উত্তরে বাংলাদেশকেই প্রাধান্য দিতে হয়, স্বাগতিকদেরই এগিয়ে রাখতে হয়। অর্থাৎ আজকের ম্যাচেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি। কেননা সিরিজের প্রথম দুই ম্যাচে পাকিস্তানিরা ভালো স্কোর গড়তে পারেননি। সফরকারীরা শেরে বাংলায় উইকেটের সঙ্গে তাল মেলাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে কিছুটা লড়াই হলেও প্রথম টি-টোয়েন্টি নাজুক হার হজম করেছে পাকিস্তান।
আজকের ম্যাচেও পাকিস্তানের জেতার সম্ভাবনা কম। কারণ, বাংলাদেশের বোলাররা দারুণ ফর্মে রয়েছেন। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদীরা দুর্দান্ত বোলিং করছেন। ব্যাটারদের মধ্যে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক সম্প্রতি ম্যাচ জেতানো ইনিংস খেলছেন। সব মিলিয়ে বাংলাদেশেরই জয়ের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে।
এক টানা চারটি টি-টোয়েন্টিতে জয়ের রেকর্ড করা বাংলাদেশ নিজেদের জয়যাত্রাকে কতটা দীর্ঘ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়। সঙ্গে পাকিস্তানকে তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশের বৃত্তে আটকানোর লক্ষ্য তো থাকছেই।
এনডিটিভিবিডি/২৪জুলাই/এএ