নিজস্ব প্রতিবেদক : বলিউড সুপার স্টার সালমান খানের ‘বিগ বস’ শোটি খুব জনপ্রিয়। কিছুদিনের মধ্যেই শোটির নতুন সিজন আসতে যাচ্ছে। ‘বিগ বস ১৯’ নিয়ে ভক্তরা খুব উত্তেজিত কারণ এক সময় গুঞ্জন শোনা গেছে যে, এ শোটি আর হয়তো আসবে না। কিন্তু শোটির নতুন সিজন আসার সংবাদ প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভক্তরা খুশি হয়েছেন।
প্রতিবারের ন্যায় সালমান খান শোটি সঞ্চালনা করতে যাচ্ছে। এরই মধ্যে সালমানের পারিশ্রমিক সম্পর্কে একটি তথ্য প্রকাশে এসেছে।
জানা গেছে, সালমান ১৫ সপ্তাহের জন্য ১২০ থেকে ১৫০ কোটি রুপি পারশ্রমিক নেবেন। এ বছরের সিজনের বাজেট আগের তুলনায় কম। ‘বিগ বস ওটিটি ২’র জন্য সালমান ৯৬ কোটি রুপি নিয়েছেন। সেখানে ১৮ এবং ১৭ সিজনের জন্য সালমান ২৫০ কোটি এবং ২০০ কোটি রুপি নিয়েছিলেন।
একটি সূত্র বলছে, এ অনুষ্ঠানটি ৫ মাস ধরে চলবে। সালমান ৩ মাস ধরে অনুষ্ঠানটিতে নাকি সঞ্চালনা করবেন এবং তারপরে ফারাহ খান, করণ জোহর এবং অনিল কাপুর অনুষ্ঠানটি সঞ্চালনা করতে পারেন।
যদিও অনুষ্ঠানের প্রতিযোগীদের ফাইনাল তালিকা এখনো প্রকাশ করা হয়নি। তবে তার মধ্যেও যে সব নাম হাওয়ায় ভাসছে এখন পর্যন্ত সেগুলো হলো গৌতমী কাপুর, গৌরব তানেজা, মি. ফয়জু, ধনশ্রী ভার্মা, ধীরাজ ধোপার, আলিশা পানওয়ার, খুশি দুবে, অপূর্বা মুখিজা, পুরভঝা, গৌরব খান্না এবং মিকওভার খান।
এবার বিগ বসের শোতে অনেক টুইস্ট এবং টার্ন থাকবে বলেও শোনা যাচ্ছে। বলা হচ্ছে যে এই বছর একটি সিক্রেট রুমও থাকবে। মনোনয়ন প্রক্রিয়াতেও অনেক টুইস্ট আসবে। চলতি বছর প্রতিযোগীরা নয়, দর্শকরা প্রতিযোগীদের মনোনীত করবেন বলে জানা গেছে।
এনডিটিভিবিডি/২৪জুলাই/এএ