ঢাকা , মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

৩১ বছরেও চাকরিতে ফিরতে পারেননি তারা, বসেছেন আমরন অনশনে

Jul ০১, ২০২৫
জাতীয়
৩১ বছরেও চাকরিতে ফিরতে পারেননি তারা, বসেছেন আমরন অনশনে

নিজস্ব প্রতিবেদক : তিন দশক আগে ১৯৯৪ সালে চাকরিচ্যুত হওয়া আনসার সদস্যরা দীর্ঘ ৩১ বছর পরও ফিরে পাননি তাদের চাকরি। দেশের সর্বোচ্চ আদালতের একাধিক রায়ের পরও পুনর্বহাল না হওয়ায় শেষ আশ্রয় হিসেবে তারা বেছে নিয়েছেন আমরণ অনশন। ২৯ জুন থেকে রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত আনসার সদর দপ্তরের সামনে তারা এই কর্মসূচিতে বসেছেন।

ভুক্তভোগী আনসার সদস্যদের অভিযোগ, ১৯৯৪ সালে একটি মিথ্যা বিদ্রোহের অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয় এবং দায়ের করা হয় একটি মিথ্যা মামলা। মামলার পর তারা দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। পরে আদালতে তারা নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পান। কিন্তু চাকরিতে পুনর্বহাল করা হয়নি কাউকেই।

আন্দোলনরত সদস্য হাফিজ বলেন, ‘আমরা হাইকোর্টে রিট করি। আদালত রায়ে জানান যাদের বয়স আছে তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন, আর যাদের বয়স নেই তাদের পেনশনে পাঠাতে বলেন। কিন্তু আনসার ও ভিডিপি মহাপরিচালক (ডিজি) সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন। আপিলেও আমরা জয়ী হই। পরবর্তীতে ডিজি রিভিউ করলেও আদালত তা খারিজ করে দেয়। তবুও আজও আমরা কর্মস্থলে ফিরতে পারিনি।’

৩১ বছর ধরে আইনি লড়াই চালাতে গিয়ে অনেকের পরিবার ভেঙে গেছে, হারিয়েছেন সহায়সম্বল। কারও কারও পেশা এখন রিকশাচালক, কেউ কারখানায় শ্রমিক।

হাফিজ বলেন, ‘আমাদের এই অনশন চলবে যতদিন না আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাই।’

এ বিষয়ে আনসার ও ভিডিপির সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, ‘১৯৯৪ সালে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে তাদের বরখাস্ত করা হয়। আদালতের রায় আমাদের জানা। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও কোনো নির্দেশনা পাইনি। তাই চাকরিতে পুনর্বহালের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না।’

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ফোন রিসিভ করেননি এবং পাঠানো ক্ষুদে বার্তারও কোনো জবাব দেননি।

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘ ৩ দশকের লড়াইয়ের পরও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্রের উচিত আদালতের রায় বাস্তবায়ন করে এই সদস্যদের প্রতি সুবিচার করা।

এনডিটিভিবিডি/০১ জুলাই/এএ

 

 

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ