নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় পূর্বশত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দয়াগঞ্জ রেললাইন সংলগ্ন কলসওয়ালার বাসার নিচে এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বাবুর স্ত্রী আয়েশা বলেন, পূর্বশত্রুতার জেরে স্থানীয় রবিন, শাহিন, মাসুদ ও কাদের আমার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আমরা খবর পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমার স্বামীর একটি মোবাইলও নিয়ে যায় তারা। কী কারণে আমার স্বামীর সঙ্গে তাদের শত্রুতা ছিল- এ বিষয়ে আমি কিছু জানি না।
বাবুর গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার বালুরচর গ্রামে। বাবার নাম মৃত সিকান্দার আলী। তিনি মিরহাজিরবাগ মোল্লাপাড়া শাহ আল মুনিয়া এলাকায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এনডিটিভিবিডি/২৭জুলাই/এএ