ঢাকা , রবিবার, জুলাই ২৭, ২০২৫

ব্যাংক থেকে ৮০ ভাগ টাকা উধাও

Jul ২৭, ২০২৫
অর্থনীতি
ব্যাংক থেকে ৮০ ভাগ টাকা উধাও

নিজস্ব প্রতিবেদক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক থেকে ৮০ ভাগ টাকা নিয়ে গেছে। আইএমএফের মতে এখন দেশের ব্যাংক খাত ঠিক করতে হলে ৩৫ বিলিয়ন (৪ লাখ ২৭ হাজার কোটি টাকা) ডলার প্রয়োজন। ব্যাংকগুলোর দুর্বলতা কাটাতে এই অর্থ লাগবে। কিন্তু আইএমএফকে বলেছি-এত টাকা কোথায় পাব। খাদের কিনার থেকে অর্থনীতি ফেরানোর চেষ্টা করা হচ্ছে। তবে ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান রচিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা : যাপিত জীবনের আলেখ্য’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ১৫ বছরে আইনের ব্যত্যয় তো হয়েছেই, পাশাপাশি প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে। আর সেই মানুষগুলো তো রয়েই গেছে। মানুষগুলোর কোনো পরিবর্তন হয়নি। অনেকে বলে সব বাদ দিয়ে দাও। কিন্তু সেটা সম্ভব নয়। এজন্য কখনো মাথায় হাত বুলিয়ে, আবার প্রয়োজনে ধমক দিয়েও কাজ করাতে হচ্ছে।

প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগে ঘুস দিতে হতো ১ লাখ টাকা, এখন দিতে হয় ৫ লাখ টাকা। গতকাল (শুক্রবার) একজন বড় ব্যবসায়ী আমার সামনে এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, কোথাও কোনো সুশাসন নেই, নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনো পরিবর্তন হয়নি। তবে রাতারাতি সংস্কার করে ফেলাও সম্ভব নয়। এজন্য সময় লাগবে। তবে গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। আবার কোনো কিছু চাপিয়ে দেওয়াও ঠিক হবে না। ফলে কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখা দরকার যে-রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সব সময় ইতিবাচক ভূমিকা পালন করবে।

ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসাবে বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর মাহবুব উল্লাহ, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম, হুমায়ুন কবির, রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সমাজতত্ত্ববিদ খন্দকার সাখাওয়াত আলী, গবেষক ভূঁইয়া আসাদুজ্জামান এবং আলোঘর প্রকাশনাীর প্রকাশক মো.সহিদ উল্লাহ প্রমুখ।

এদিকে প্রধান অতিথির বক্তব্যে সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, সুশাসন অনেক কঠিন। প্রধানমন্ত্রী, সংসদ-সদস্য তাদের ক্ষমতার ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ নেই। এখানে সংস্কার না হলে যত সংস্কারই করা হোক, কোনো লাভ হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার। বাজেট করতে গেলে সবাই চায় সুবিধা। কেউ স্যাক্রিফাইস করতে চায় না। এজন্য সুবিধা নেওয়ার মানসিকতা বদলাতে হবে। ৫০ বছর আগের শিল্পও নিজেদের এখনো শিশু মনে করে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সুশাসন ও ক্ষমতা বিকেন্দ্রীকরণ প্রয়োজন। অর্থ উপদেষ্টা বলেন, গবেষক, প্রশাসক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে গ্যাপ আছে। ফলে অনেক সমস্যা হচ্ছে। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এতদিন বাংলাদেশের উন্নয়ন হয়েছে শহরকেন্দ্রিক। এই উন্নয়ন দর্শন থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে।

সভাপতির বক্তৃতায় ড. হোসেন জিল্লুর রহমান বলেন, পরিবর্তন নিশ্চিত করার দায়িত্ববোধ সর্বজনীন করতে হবে। এককভাবে এই সরকার করতে পারবে না। তবে দেশে পরিবর্তন আনতে গেলে তিনটি জায়গায় কাজ করতে হবে। প্রথমত, গণতান্ত্রিক ব্যবস্থা। এটি নিয়ে এখন বেশ কথাবার্তা হচ্ছে। দ্বিতীয়ত, সক্ষম রাষ্ট্র তৈরি করা। এ বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ হলেও তেমন কোনো আলোচনাই হচ্ছে না। এছাড়া তৃতীয়ত হলো, গণতান্ত্রিক চর্চা। এক্ষেত্রে অতি ক্ষমতায়িত এক ব্যক্তির শাসন থেকে বেরিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তা বলেন, অর্থনীতি আগে, নাকি ক্ষমতা আগে সেটি গভীরভাবে ভাবতে হবে। আমরা বর্তমানে স্বৈরতন্ত্র থেকে উত্তরণের পথে আছি। এই সময়ে ড. হোসেন জিল্লুর রহমানের বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোথায় সংস্কার দরকার, কোথায় সংস্কার আটকে আছে সেসব বিষয় এই বইটিতে লেখা আছে। সংস্কার কমিশন দিনের পর দিন বৈঠক করলেও কোনো ফল নেই। কারণ আমরা সমস্যার গোড়াতে যাচ্ছি না। কেননা আমাদের দেশে গত ১৫ বছর নয়, বলতে গেলে ৫০ বছর ধরেই স্বৈরতন্ত্র চলছে। প্রধানমন্ত্রীর দেবতুল্য ক্ষমতা কমাতে হবে। তারা বলেন, বিচার বিভাগকে রাজনীতির বাইরে রাখতে হবে। আমরা সব সময় মনে করছি ব্যক্তির পরিবর্তন হলেই সব সম্ভব। এটা ঠিক নয়, মৌলিক পরিবর্তন দরকার সবার আগে। বক্তারা আরও বলেন, প্রাতিষ্ঠানিক দুর্বলতায় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। যেমন ব্যাংক খাতে লাখ-কোটি টাকার খেলাপি ঋণ আছে।

এনডিটিভিবিডি/২৭জুলাই/এএ