ঢাকা , সোমবার, জুলাই ৭, ২০২৫

ব্যাংকক থেকে হাতিরঝিল : সংবর্ধনা নিয়ে ফুটবলারদের বার্তা

Jul ০৭, ২০২৫
খেলাধুলা
ব্যাংকক থেকে হাতিরঝিল : সংবর্ধনা নিয়ে ফুটবলারদের বার্তা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ নারী ফুটবল দল মিয়ানমার থেকে ঢাকার পথে রওনা হয়েছে। আফিদা-ঋতুপর্ণারা এখন যাত্রাবিরতিতে থাইল্যান্ডের ব্যাংককে রয়েছেন। সেখানে এক ভিডিও বার্তায় ফুটবলাররা জানান, হাতিরঝিলে রবিবার  দিবাগত রাত আড়াইটায় সংবর্ধনার জন্য তারা মুখিয়ে আছেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক আফিদা খন্দকার বলেন, আজ (রবিবার) দিবাগত রাত আড়াইটায় হাতিরঝিলে আমাদের সংবর্ধনা দেওয়া হবে। আগে কখনো এমন হয়নি। আমরা এজন্য বেশ এক্সাসাইটেড।

জাতীয় ফুটবল দলের সিনিয়র ডিফেন্ডার শিউলি আজিম দুই বার সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। দুই বারই ছাদ খোলা বাস ছিল। এবার ভিন্ন আবহের জন্য মুখিয়ে আছেন তিনি। বলেন, গত দুই বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা ছাদ খোলা বাসে সংবর্ধনা পেয়েছি। এবার ভিন্ন রকম পরিস্থিতি। রাত আড়াইটায় হাতিরঝিলে প্রথমবারের মতো এ রকম সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ দলের অন্যতম ফরোয়ার্ডার শামসুন্নাহার। তিনি বলেন, আমরা আসছি হাতিরঝিলে, আপনারা আসছেন তো।

এদিকে রাত আড়াইটায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। খোলা আকাশের নিচে অনুষ্ঠানে তাই একটা ঝুঁকি রয়েছে। বাফুফে এত গভীর রাতে আয়োজন করায় নানা মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এনডিটিভিবিডি/০৬জুলাই/এএ