ঢাকা , বুধবার, জুলাই ২৩, ২০২৫

নির্বাচনে বিপর্যয়ের পর পদত্যাগের কথা ভাবছেন জাপানের প্রধানমন্ত্রী

Jul ২৩, ২০২৫
আন্তর্জাতিক
নির্বাচনে বিপর্যয়ের পর পদত্যাগের কথা ভাবছেন জাপানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা শিগগির পদত্যাগের ঘোষণা দেবেন বলে বুধবার (২৩ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। মূলত উচ্চকক্ষের নির্বাচনে ফলাফল বিপর্যয়ের মুখে পড়েছে প্রধানমন্ত্রী ইশিবার নেতৃত্বাধীন জোট। এতে দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন জোট।

স্থানীয় পত্রিকা মেইনিচি জানিয়েছে, ৬৮ বছর বয়সী ইশিবা তার ঘনিষ্ঠদের কাছে আগস্টের শেষ নাগাদ পদত্যাগের পরিকল্পনার কথা জানিয়েছেন। আর ইয়োমিউরি পত্রিকা জানায়, জুলাই মাসেই তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন, যদিও নির্দিষ্ট সময় উল্লেখ করেনি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পন্নের পরই প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত করেন। এই চুক্তিতে ট্রাম্পের ঘোষিত ২৫ শতাংশ শুল্ক হ্রাস করে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়।

নির্বাচনে ইশিবার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং তাদের জোটসঙ্গী কোমেইতো তিনটি আসনে পিছিয়ে গিয়ে সংখ্যাগরিষ্ঠতা হারায়। এর আগেই নিম্নকক্ষে তারা সংখ্যালঘু সরকারে পরিণত হয়েছিল, যা ছিল গত ১৫ বছরের মধ্যে এলডিপির সবচেয়ে বাজে ফলাফল।

বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির কারণে জনগণের ক্ষোভ এবং একাধিক রাজনৈতিক কেলেঙ্কারিতে জড়ানো দলটির জনপ্রিয়তা কমেছে। চালের দাম দ্বিগুণ হয়ে যাওয়ার বিষয়টিও ছিল গুরুত্বপূর্ণ ইস্যু। পাশাপাশি জাপান ফার্স্ট স্লোগানধারী সানসেইতো পার্টির উত্থান ইশিবার জন্য বড় ধাক্কা।

একজন ৮০ বছর বয়সী নাগরিক নাওমি ওমুরা বলেন, জাপানে বাঁচা দিন দিন কঠিন হয়ে উঠছে। আমি আশা করি অবস্থা কিছুটা হলেও ভালো হবে।

অন্য এক টোকিওবাসী টেতসুও মোমিয়ামা বলেন, ইশিবার সময় শেষ। এখনই সঠিক সময় তিনি চলে যাওয়ার।

এনডিটিভিবিডি/২৩জুলাই/এএ