ক্রীড়া প্রতিবেদক : অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলেটদের তেমন বড় কোনো আশা থাকে না। বাস্তবতা হলো, নিজের সেরা পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়াই মূল লক্ষ্য থাকে তাদের।
সেই লক্ষ্য পূরণ করেছেন বাংলাদেশি সাঁতারু সামিউল ইসলাম। আজ (মঙ্গলবার) ১০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে তার টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড। এটিই তার ক্যারিয়ারের সেরা।
প্যারিসের লা ডিফেনস অ্যারেনার ১০০ মিটার ফ্রি স্টাইলের দ্বিতীয় হিটে ছয় নম্বর লেনে ছিলেন সামিউল। সেখানে আটজনে হয়েছেন পঞ্চম। সবমিলিয়ে ১০ হিটে ৭৯ জনের মধ্যে তার অবস্থান ৬৯তম।
অলিম্পিকের বিচারে পারফরম্যান্স একদমই ভালো নয়। তবে নিজের সেরা টাইমিং করতে পেরেই খুশি সামিউল। মিক্সড জোনে দাঁড়িয়ে বাংলাদেশি সাংবাদিকদের তিনি বলেছেন, ‘নিজের টাইমিং ভালো করার চেষ্টা ছিল আমার। সেটা পেরেছি। সেরা টাইমিং হয়েছে, এতে ভালো লাগছে।’
তবে সামিউলের আক্ষেপ আরেকটু ভালো করতে না পারার। তিনি যোগ করেন, ‘এই ইভেন্টে সেমিফাইনালে খেলা সাঁতারুদের টাইমিং থাকে ৪৭ থেকে ৪৮ সেকেন্ডের মধ্যে। আমরা বেশ পিছিয়ে। আমি নিজের সেরা টাইমিং করলেও ইচ্ছা ছিল ৫২ সেকেন্ডের মধ্যে সাঁতার শেষ করা।’
এনডিটিভিবিডি/৩০জুলাই/এএ