ঢাকা , বৃহস্পতিবার, মে ১, ২০২৫

অংশগ্রহণকারীরা জানে না কিসের মানববন্ধন

মে ০১, ২০২৫
বাংলাদেশ
অংশগ্রহণকারীরা জানে না কিসের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: মানববন্ধনে অংশগ্রহণকারী অনেকেই জানতেন না এটা কিসের মানববন্ধন। কয়েকজন বিশেষ ব্যক্তির নির্দেশে তারা এসে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। এমনই একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার (৩০ এপ্রিল) বিকেলে পাঁচটার দিকে হিজলা উপজেলা পরিষদ মাঠে।

অনুষ্ঠিত মানববন্ধনটি একটি বিশেষ গোষ্ঠীর সার্বিক তত্ত্বাবধানে হলেও ব্যানারে লেখা ছিলো উপজেলার সর্বস্তরের জনগণ। মূলত হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের বদলীর আদেশ স্থগিত করার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছিলো।

মানববন্ধনে অংশগ্রহণ করা একাধিক ব্যক্তি বুধবার দিবাগত রাতে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সংবাদকর্মীদের জানিয়েছেন, তারা জানতেন না কিসের জন্য মানববন্ধন হবে। কয়েকজন বিশেষ ব্যক্তির নির্দেশে তারা মানববন্ধন অংশগ্রহণ করতে বাধ্য হয়েছেন।

অভিযোগ রয়েছে, উপজেলার বিশেষ যে গোষ্ঠীকে থানার ওসি সুবিধা প্রদান করতেন তারাই মূলত ওই মানববন্ধনের আয়োজন করেছেন।

মানববন্ধনের অংশগ্রহণকারী একাধিক কিশোরকে কি কারণে এখানে দাঁড়িয়েছে তা সংবাদকর্মীরা জানতে চাইলে তারা কেউ কিছু বলতে পারেননি। বিষয়টি নিয়ে পুরো উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে মানববন্ধনে অংশগ্রহণ করতে এসেও ব্যানারে না দাঁড়িয়ে মাঠের অপরপ্রান্তে দাঁড়ানো উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য রিপন খান বলেন, যে কারণ যেনে এসেছিলাম এখানে এসে দেখি অন্য বিষয়ে মানববন্ধন হচ্ছে। তাই ব্যানারে দাঁড়াইনি।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বরিশালের জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন স্বাক্ষরিত আদেশে জানা গেছে, হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদকে বদলি করা হয়েছে। আগামী ৪ মে'র মধ্যে তাকে (ওসি) নতুন কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে।