ঢাকা , শুক্রবার, মে ২, ২০২৫

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লিগ্যাল এইড দিবস পালিত

এপ্রিল ২৮, ২০২৫
বাংলাদেশ
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লিগ্যাল এইড দিবস পালিত

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা:  দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত হয়েছে। 

সোমবার (২৮ এপ্রিল '২৫) সকালে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বেলুন উড়িয়ে, কবুতর উড়িয়ে দিবসের সূচনা হয়। পরে এক বিশাল র‍্যালি শহর প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে স্বাস্থ্য পরীক্ষা, রক্ত দান এবং  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট মোঃ মাইনুদ্দীন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ এম,শাহ আলম, জি,পি, এ্যাডঃ অসীম কুমার মন্ডল, পি,পি, এ্যাডঃ শেখ আব্দুস সাওার, লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা জজ) নাসির উদ্দিন ফারাজী, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ এমদাদ হোসেন প্রমুখ।