ঢাকা , বুধবার, জুলাই ১৬, ২০২৫

পুতিনের বিষয়ে হতাশ হলেও হাল ছাড়েননি ট্রাম্প

Jul ১৫, ২০২৫
আন্তর্জাতিক
পুতিনের বিষয়ে হতাশ হলেও হাল ছাড়েননি ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপারে হতাশ, তবে তার সঙ্গে সম্পর্ক শেষ করেননি।বিবিসির সঙ্গে একান্ত ফোনালাপে এমন মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি রাশিয়ান নেতাকে বিশ্বাস করেন কিনা? উত্তরে তিনি বলেন, ‘আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না।’

এই মন্তব্য করার ঠিক কয়েক ঘণ্টা আগে তিনি ইউক্রেনে অস্ত্র পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন এবং আগামী ৫০ দিনের মাঝে যুদ্ধবিরতির চুক্তি না হলে তিনি রাশিয়ার বিরুদ্ধে কড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন।

হোয়াইট হাউজের ওভাল অফিস থেকে বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি ন্যাটোর প্রতি সমর্থন প্রকাশ করেন। যদিও একসময় তিনি ন্যাটোকে ‘অচল’ বলে মন্তব্য করেছিলেন।

কিন্তু এখন তিনি ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতিকে সমর্থন করেন বলে জানিয়েছেন।

পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনি প্রচারণা চলাকালে ডোনাল্ড ট্রাম্পকে যে হত্যাচেষ্টা করা হয়েছিলো, সেই ঘটনার এক বছর পূর্তি বিষয়ক একটি সম্ভাব্য সাক্ষাৎকার নিয়ে আলোচনার পর তিনি বিবিসিকে ফোন করেন।

ট্রাম্পের সঙ্গে বিবিসির কথোপকথন টানা ২০ মিনিট ধরে চলে।

হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তার মাঝে কোনো পরিবর্তন এসেছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি বিষয়টি নিয়ে যতটা সম্ভব কম ভাবতে চান।

তার ভাষ্যে, ‘এটা (হত্যাচেষ্টা) আমাকে বদলে দিয়েছে কি না, এ নিয়ে আমি ভাবতে পছন্দ করি না।’

কারণ, এটি নিয়ে বেশি ভাবলে ‘জীবনই বদলে যেতে পারে’ বলে মনে করছেন তিনি।

এদিকে, ন্যাটো মহাসচিব মার্ক রুটে-এর সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ শেষে তিনি বিবিসিকে সাক্ষাৎকারটি দেন এবং এই সাক্ষাৎকারের একটা লম্বা সময় ধরেই তিনি রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি তার হতাশার কথা বলেন।

ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধের ইতি টানার বিষয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হতে যাচ্ছে–– অতীতে চার বার এরকমটা ভেবেছেন তিনি।

এসময় বিবিসি জানতে চায়, তাহলে কি তিনি পুতিনের বিষয়ে হাল ছেড়ে দিয়েছেন?

উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি তার ওপর হতাশ, কিন্তু আমি হাল ছাড়িনি।

ডোনাল্ড ট্রাম্পকে জোর দিয়ে জিজ্ঞেস করা হয়, তিনি কীভাবে পুতিনকে ‘রক্তপাত বন্ধ’ করতে বলবেন? তখন তিনি বিবিসি সংবাদদাতাকে বলেন, আমরা এটি নিয়ে কাজ করছি, গ্যারি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে তিনি আরও বলেন, তার সঙ্গে আমার বেশ ফলপ্রসূ একটি আলোচনা হবে। আমি বলবো- ভালো, আমরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি বলে মনে হচ্ছে এবং এর ঠিক পরপরই তিনি কিয়েভে একটি বিল্ডিং ধ্বংস করে দেবেন।

এনডিটিভিবিডি/১৫জুলাই/এএ