নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে।
নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে আরাফাত (৯) নামে কওমী মাদরাসার এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
রবিবার (২৮এপ্রিল) সকাল ৬ টার দিকে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে বজ্রপাতের ঘটনায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,সকালে ঘুম থেকে উঠে শিশু শিক্ষার্থী আরাফাত বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।পরে বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে থাকে উদ্ধার করে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরাফাত তিয়শ্রী গ্রামের আব্দুস সালামের ছেলে এবং স্থানীয় একটি কওমী মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান বজ্রপাতে শিশু শিক্ষার্থী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।