ঢাকা , শনিবার, জুলাই ১৯, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড মৌখিক-ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ

Jul ১৭, ২০২৫
শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড মৌখিক-ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের বিএড (অনার্স) দ্বিতীয় বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এ পরীক্ষা নেওয়া হবে। আগামী ২৪ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার ( ১৭ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ডিজিটাল প্রক্রিয়ায় পরীক্ষার যাবতীয় কাজ সম্পাদনের নিমিত্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতকরা এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ২০২৩ সালের বিএড (অনার্স) দ্বিতীয় বর্ষের পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ২৪ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার নম্বর পাঠাতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মার্ক কেন্দ্র থেকে এন্ট্রি করতে হবে। কেন্দ্রের আওতাধীন কলেজের ইউজার আইডি ও পাসওয়ার্ড নিজ নিজ কলেজকেন্দ্রকে সরবরাহ করবে।

এনডিটিভিবিডি/১৭জুলাই/এএ