ঢাকা , মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

৭০ বছরের রেকর্ড, মাত্র ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

Jul ১৫, ২০২৫
খেলাধুলা
৭০ বছরের রেকর্ড, মাত্র ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক : আর মাত্র এক রান কম করলে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ড গড়া হয়ে যেতো ওয়েস্ট ইন্ডিজের। একটু জন্য তারা সেটা থেকে বেঁচেছে। কিন্তু মাত্র ২৭ রানে অলআউট হয়ে টেস্টের ৭০ বছর আগের ইতিহাস মনে করিয়েছে ক্যারিবীয়রা।

টেস্টে এর চেয়ে কম রানে কোনো দল অলআউট হয়েছিল কেবল একবার। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেটিই এখন পর্যন্ত টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের এটি দ্বিতীয় সর্বনিম্ন।

অস্ট্রেলিয়ান পেসারদের তোপে ফ্রাঙ্ক ওরেল ট্রফির শেষ টেস্টে ১৭৬ রানের বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অসিরা।

কিংস্টন টেস্টে ২০৪ রান তাড়া করতে নেমে মাত্র ১৪.৩ ওভারেই ২৭ রানে গুটিয়ে যায় রস্টন চেজের দল। দলের সাত ব্যাটার করেছেন শূন্য। এক অঙ্কে ছিলেন দশজন। দলীয় ইনিংসে সর্বোচ্চ ১১ রান জাস্টিন গ্রেভসের।

ওয়েস্ট ইন্ডিজকে এই ধ্বংসলীলায় নামানোর মূল কারিগর মিচেল স্টার্ক। মাত্র ৯ রানের বিনিময়ে একাই ৬ উইকেট শিকার করেন এই পেসার।

স্কট বোল্যান্ডও কম যাননি। ২ রানে নেন ৩ উইকেট। ১৪তম ওভারে এসে টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিকও করে ফেলেন ডানহাতি এই পেসার।

এর আগে ৬ উইকেটে ৯৯ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নেমে শামার জোসেফ আর আলজেরি জোসেফের তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়াও। দ্বিতীয় ইনিংসে ১২১ রানেই অলআউট হয় তারা।

আলজেরি জোসেফ ২৭ রানে ৫টি আর শামার জোসেফ ৩৪ রানে শিকার করেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২২৫ এবং ১২১
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৩ এবং ২৭

ফল: অস্ট্রেলিয়া ১৭৬ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী অস্ট্রেলিয়া।

এনডিটিভিবিডি/১৫জুলাই/এএ