ঢাকা , শনিবার, মে ৩, ২০২৫

প্রিয়াঙ্কার গায়ে রক্তের দাগ, কী হয়েছে নায়িকার?

Jun ২০, ২০২৪
বিনোদন
প্রিয়াঙ্কার গায়ে রক্তের দাগ, কী হয়েছে নায়িকার?

নিজস্ব প্রতিবেদক: প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যাচ্ছে তার ভ্রু-তে রক্তের দাগ। নাক থেকেও ঝড়ছে রক্ত। সারা বুকে রক্তের ছাপ। যদিও এতে মোটেও দুর্বল হয়ে পড়েননি তিনি। বরং বলছেন আরও একটা দিন কাটল। অ্যাকশন ধর্মী ছবি করার ফল।

প্রিয়াঙ্কা তার পরবর্তী ‘দ্য ব্লাফ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। নারী দস্যুদের গল্প নিয়ে তৈরি এ সিনেমা। এখানে দস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। বোঝা যাচ্ছে ভরপুর অ্যাকশন রয়েছে এ সিনেমা।

এমনই এক দৃশ্য অভিনয় করার সময় রক্তাক্ত হন অভিনেত্রী। দিন কয়েক আগেই এ সিনেমার শুটিং করতে গিয়ে গলায় চোট পান তিনি। সেই সময় ছবিটি পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, ‘পেশাগত প্রতিবন্ধকতা।’

আসলে একটি স্টান্ট করতে গিয়েই আঘাত লাগে তার। তবে আপাতত সুস্থ আছেন অভিনেত্রী। এ মুহূর্তে শুটিং চলছে ‘দ্য ব্লাফ’সিনেমার। সিনেমাটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
এনডিটিভিবিডি/২০জুন/এএ