" />
ছয় বছর পর যুক্তরাষ্ট্র সফরে এসেছেন শি জিনপিং। সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানান মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অন্যান্য মার্কিন প্রতিনিধিরা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সান ফ্রান্সিসকোর বে এরেনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। খবর বিবিসির।
সম্মেলনে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শি’র।
বৈঠক সামনে রেখে বাইডেন বলেছেন, আমাদের লক্ষ্য দ্বি-পাক্ষিক সম্পর্ক ঠিক রাখা। তিনি বলেন, আমরা চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছি না। আমরা যা করার চেষ্টা করছি তাতে দু’দেশের সম্পর্ক আরও ভালো হবে। সান ফ্রান্সিসকোতে যাওয়ার আগে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
এর আগে শুক্রবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে সান ফ্রান্সিসকোতে বাইডেন-জিনপিংয়ের বৈঠকের কথা জানায় হোয়াইট হাউস।