" /> আওয়ামী লীগ গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার গঠন করেনি :প্রধানমন্ত্রী - নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৯:৪৭ পূর্বাহ্ন
নিউজ বোর্ড :
ভূজপুর বৌদ্ধ পরিষদের উদোগে বিজয়ানন্দ ভিক্ষু র থেরোবরন অনুষ্টান সম্পন্ন পিটার হাসকে ‘হত্যার হুমকি’ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ সিএনজি থামিয়ে ডাকাতি আটক ৪ ইইউ প্রতিনিধিদলকে ইসি নির্ধারিত সময়ে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য বিএনপির ২৪ ঘণ্টার অবরোধ শুরু বিএনপিকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না কেন : ওবায়দুল কাদের ১২ জনের বিনিময়ে ৩০ বন্দির মুক্তি দিলো ইসরায়েল ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল, নতুন গ্রেপ্তার ১৩৩ নিউজিল্যান্ড টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনে চালকের আসনে বাংলাদেশ দিনের প্রথম বলেই গুটিয়ে গেল মানুষের কল্যাণে ডিএসসিএসসি’র প্রশিক্ষণার্থীদের জ্ঞান কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি ১৭ দিনের রুদ্ধশ্বাস অভিযান শেষ, টানেল থেকে উদ্ধার ৪১ শ্রমিক আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ : পররাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের জানালেন, নৌকার প্রার্থী ৩০০ আসনেই পুরো গাজায় অভিযান বিরতির পর: ইসরায়েল দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ,নির্বাচনে আসছেন তারেক বিরোধীরা বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টাসহ দুই কেন্দ্রীয় নেতা বহিষ্কার জাপা রওশনের আসন ফাঁকা রাখল জাপার যেসব প্রার্থী আ.লীগের হেভিওয়েটদের সঙ্গে লড়বেন কাদিরভের ইউক্রেনে আরও ৩ হাজার চেচেন সেনা পাঠানোর ঘোষণা

আওয়ামী লীগ গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার গঠন করেনি :প্রধানমন্ত্রী

IMG20231114141156700x400pixel 20

5 / 100

সোমবার (১৪ নভেম্বর) গণভবন থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আওয়ামী লীগ কোনোদিন সরকার গঠন করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের প্রস্তাবেই সবকিছুর সংস্কার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটেই বাবরবার নির্বাচিত হয়ে এসেছি। দীর্ঘসময় সরকারে থাকার কারণেই আমরা যেভাবে উন্নয়ন পরিকল্পনা করেছিলাম সেভাবে করতে পেরেছি।

তিনি বলেন, বাংলাদেশকে দেখে এখন আর কেউ বলতে পারবে না এদেশ দরিদ্র দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, হাত পেতে চলার দেশ। আমরা এখন একটা মর্যাদাশীল দেশে পরিণত হয়েছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান জাতির পিতার হত্যাকারীদেরকে ইনডেমনিটি জারি করে সমাজে প্রতিষ্ঠিত করে। বিচারের হাত থেকে তাদেরকে মুক্ত রাখে। যুদ্ধাপরাধী, নারী ধর্ষণকারী, লুটপাটকারী, গণহত্যাকারী, অগ্নিসংযোগকারী, যেসব যুদ্ধাপরাধীর বিচার শুরু হয়েছিল তাদেরকে কারাগার থেকে মুক্তি দেয়। যারা স্বাধীন বাংলাদেশ চায়নি, পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল তাদেরকেও ফিরিয়ে এনে ক্ষমতায় বসায়।

তিনি বলেন, ভোট চুরির যে কালচার, ডাকাতির যে কালচার, সেই কালচার তারা (বিএনপি) শুরু করে। আমি ধন্যবাদ জানাই উচ্চ আদালতকে, অবৈধ ক্ষমতার দখলকে অবৈধ ঘোষণা করার জন্য।

নির্বাচন ঘনিয়ে এসেছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, হয়তো দুই একদিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ সময় ঘোষণা দেবে।

তিনি বলেন, এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে যারা সংযুক্ত রয়েছেন, যাদের আমি দেখতে পাচ্ছি, আর যাদের দেখতে পাচ্ছি না সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। চোখে না দেখলেও মনে রাখবেন, বাংলাদেশের জনগণ যে যেখানে থাকেন আপনারা আমার হৃদয়ে আছেন। আমার হৃদয়ে আপনাদেরকে ধারণ করি। আপনাদের কল্যাণে আমি কাজ করতে চাই।

২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ লাইভ

aticlix.net