" />
ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার সকাল ১১.০০ টায় পীরগঞ্জ পৌর অডিটরিয়ামে এনপিপি পার্টির পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার আয়োজনে আয়োজিত সভায় উদ্বোধন করেন শাফি আল আসাদ সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি ঠাকুরগাঁও। অনুষ্টিত সম্মেলনে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা এনপিপি পার্টির আহ্বায়ক আলমগীর কবির রতন। এতে বক্তব্য রাখেন এনপিপি পার্টির চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দীন ছালু, প্রেসিডিয়াম সদস্য মোঃ আনিসুর রহমান দেওয়ান, ছাবের আহাম্মদ, ইমরুল কায়েস, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, যুগ্ন মহাসচিব এমাদুল হক রানা, শফিউল আলম রাকু, ন্যাপ ভাসানির মহাসচিব জহিরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা সম্পাদক ডাঃ মোঃ রাশেদ আলম, সদর উপজেলা সভাপতি রাজিউল ইসলাম রাজু, সম্পাদক কাউসার হাবিব প্রমুখ।শেষে পীরগঞ্জ উপজেলার সভাপতি আলমগীর কবির রতন ও সম্পাদক আরিফ খান মেনন এবং রানীশংকৈল উপজেলা সভাপতি নবাব সরকার সম্পাদক সুমন রহমান। উপজেলা পর্যায়ে ৫১ ইউনিয়নে ৩১ পৌরসভায় ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা দেওয়া হয়। আয়োজিত সম্মেলনে এনপিপি পার্টিও বিভিন্ন নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগন উপস্থিত ছিলেন।