" />
সিনেমার শুটিং সেটে তোলা সেই ছবি ইনস্ট্রগ্রামে শেয়ার করেছে প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশন। এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অমিতাভ-রজনীকান্তের ছবি। ক্যারিয়ারের ১৭০তম সিনেমা করতে চলেছেন দক্ষিণ ভারতের মেগাস্টার রজনীকান্ত। কাজটি বিশেষ হয়ে উঠেছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের আবির্ভাবের কারণে। আর এই খবর শোরগোল তুলছে এই যুগলের একটি নতুন ছবি।
ছবিতে অফিসের চেয়ারে বসে হাতে মোবাইল ফোন নিয়ে অমিতাভ। আর পিছনে দাঁড়িয়ে অমিতাভের মোবাইলের স্ক্রিনে তাকিয়ে ‘থালাইভা’ রজনীকান্ত।
ছবির ক্যাপশনে লেখা, “যখন ‘থালাইভার ১৭০’-এর সেটে সুপারস্টার ও শাহেনশার সাক্ষাৎ হয়। এই জুটির রিইউনিয়ন। নিঃসন্দেহে ‘থালাইভার ১৭০’ ডবল ডোজ নিয়ে হাজির হবে। একদিকে অমিতাভ, অন্যদিকে রজনীকান্ত… মুম্বাই শিডিউল শেষ হল।”
সিনেমাটি রজনীকান্তের ক্যারিয়ারে ১৭০তম কাজ হতে চলেছে; এ কথা মাথায় রেখে নির্মাতা এই সিনেমার নাম ঠিক করেছেন ‘থালাইভার ১৭০’।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমায় একজন মুসলিম পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন রজনীকান্ত। অমিতাভ করছেন একটি বিশেষ চরিত্র। সিনেমার পরিচালক টি জে জ্ঞানভেল। শুটিং শুরু হয়েছে কেরালায়।
এর আগে কয়েকটি সিনেমায় একসঙ্গে দেখা গেছে রজনীকান্ত ও অমিতাভকে। এই জুটির সর্বশেষ কাজ ‘হম’ মুক্তি পায় ১৯৯১ সালে। এর আগে ‘অন্ধাকানুন’ ও ‘গ্রেপ্তার’ নামের দুটি সিনেমা করেন দুজন।
সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে রজনীকান্ত বলেন, “‘থালাইভার ১৭০’-এ অমিতাভ-রজনীকান্ত ছাড়াও দেখা মিলবে রানা দগ্গুবতি, ফাহাদ ফাসিল, মঞ্জু ওয়ারিয়ার, ঋত্বিকা সিংয়ের মত তারকারা।
অমিতাভ এখন ঋভু দাশগুপ্তর ‘সেকশন এইট্টিফোর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। পাশাপাশি শুরু করলেন ‘থালাইভার ১৭০’।
কিছুদিন আগে ‘জেলার’ সিনেমার কাজ শেষ করা রজনীকান্ত ‘লাল সালাম’ সিনেমার কাজেও সময় দিচ্ছেন।