" />
নিজস্ব প্রতিবেদক
হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি ৮০০ গ্রজম গাঁজা সহ এক যু্বককে আটক করেছে বিমানবন্দরের আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন)। আটককৃতের নাম মো.মিল্টন সেখ । শুক্রবার সকালে তাকে আটক করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক৷ ঢাকাটাইমসকে জানান, নিয়মিত তল্লাশী কার্যক্রম চলাকালে শুক্রবার সকালে গোলচত্ত্বর এলাকায় মিল্টন শেখকে তার সংগে থাকা ব্যাগ সহ এপিবিএন চেকপোস্টে থামানো হয়। এসময় তার ব্যাগ সন্দেহজনক মনে হলে সেটি চেক করা হয় এবং তল্লাশীকালে ০৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক৷ ঢাকাটাইমসকে জানান, মিল্টন মানিকগঞ্জের অধিবাসী। আমিরুল নামে মানিকগঞ্জের এক ব্যক্তির প্ররোচনায় তিনি এয়ারপোর্টের সামনের ঢাকা ময়মনসিংহ রোডে এক ব্যক্তির কাছ থেকে গাঁজা সংগ্রহ করে মানিকগঞ্জে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করে এসেছিলেন। পরিকল্পনা অনুযায়ী তিনি গাঁজা সংগ্রহ করলেও এপিবিএনের চেক পোস্টে ধরা পড়েন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আটক মিল্টন সেখ মানিকগঞ্জের সিংগাইর থানার চাঁন মিয়া সেখের ছেলে ।