" />
এখন পর্যন্ত চার ম্যাচে সমান দুই জয় ও হারে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে আছে পাকিস্তান। শেষ চারে দৌড়ে টিকে থাকার মিশনে চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে তারা। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করছে ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে টানা দুই ম্যাচে জয়ে উড়ছিল পাকিস্তান। তবে এরপরই পথ হারিয়ে ফেলেছে বাবর আজমরা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নিরুত্তাপ পারফরম্যান্সে বড় ব্যবধানে হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যাচ মিসের খেসারতে রানবন্যার ম্যাচে আশা জাগিয়েও পরাজয় বরণ করে ম্যান ইন গ্রিনরা।
এদিকে ভিসা জটিলতায় ভারতে যেতে পারেনি তেমন কোনো পাকিস্তানি সমর্থক। গুটিকয়েকজন গেলেও স্টেডিয়ামে তাদের বিভিন্নভাবে হেনস্তা করার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাই এ ম্যাচেও গ্যালারিতে দেখা যাচ্ছে আফগান সমর্থকদেরই।
তারমধ্যে চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক হওয়ায় আফগানিস্তানের দাপটই বেশি থাকবে। সেই হিসেবে স্পিন সহায়ক উইকেট তৈরির জন্য পাকিস্তানের বিপক্ষে মাঠকর্মীদেরও প্রতিপক্ষ হিসেবে দেখছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। তার মতে, আফগান ম্যাচে ‘তিন প্রতিপক্ষ’ পাকিস্তানের!সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, এটা শুধু পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ নয়—এটি পাকিস্তান বনাম দর্শক এবং মাঠকর্মীদের ম্যাচ। আমাদের জন্য ম্যাচটি কঠিন হবে।