" />
গেল কয়েক বছরে ব্যাট হাতে রানখরায় ভুগছিলেন বিরাট কোহলি। যে কারণে নেটিজেনদের কম সমালোচনা সহ্য করতে হয়নি তাকে। তবে আবারও স্বপ্নের মতো ফর্মে ফিরে ব্যাট হাতে জবাব দিচ্ছেন ডানহতি এই ব্যাটার। বিশ্বকাপে প্রতি ম্যাচেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিশেষ করে রান তাড়া করে ম্যাচ জেতানোয় যেন সিদ্ধহস্ত ক্রিকেট পরাশক্তি দেশটির সাবেক এই অধিনায়ক। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ফিনিসার বলা হয় মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের সাবেক এই অধিনায়ক ব্যাট হাতে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন। ২০১১ বিশ্বকাপে ওয়াংখেড়েতে তার সেই ম্যাচজয়ী ইনিংসের কথা কে না জানে। কিন্তু চলমান বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তাকে ক্রিকেটের সেরা ফিনিশার আখ্যা দিলেন সাবেক ভারতীয় অধিনায়ক গৌতম গম্ভীর।
ঘরের মাঠে চলমান ওয়ানডে বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে ভারত। এর মধ্যেই পরপর দুই ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে জিতিয়েছেন কোহলি। কেন তাকে ‘চেজ মাস্টার’ বলা হয়, গতকাল আবারও দেখিয়ে দেন কোহলি। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৯৭ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সর্বশেষ গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষ দিকে আউট হয়েছেন ৯৫ রানে।
স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রশংসায় ভাসছেন কোহলি। আলোচনা শুরু হয়েছে কোহলির ম্যাচ জিতিয়ে ফেরার সামর্থ্য নিয়ে। এর মাঝে ভারতীয় তারকা গম্ভীরের মুখে শোনা গেল কোহলির প্রশংসা। যা বেশ অবাক করছে ক্রিকেটপ্রেমীদের। কারণ কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্কের সমীকরণ খুব একটা ভালো নয়। অতীতে একাধিকবার ঝামেলায় জড়িয়েছেন তারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানোর পর স্টার স্পোর্টসের আলোচনায় গম্ভীর এ নিয়ে কথা বলতে গিয়ে ‘ফিনিশার’ শব্দের ব্যাখ্যা দিয়েছেন, ‘ম্যাচ জিতিয়ে ফেরার সামর্থ্যে কোহলির ধারেকাছেও কেউ নেই। ‘ফিনিশার কাকে বলে! যে ব্যাটসম্যান পাঁচ কিংবা সাতে ব্যাটিং করে, ফিনিশার তাকেই বলে, যে ব্যাটসম্যান রানতাড়ায় দুর্দান্ত। ধোনিকে সবাই ফিনিশার বলে। কিন্তু কোহলি ধোনির চেয়েও ভালো।’
অবশ্য পরিসংখ্যানের দিক দিয়েও বেশ এগিয়ে আছেন কোহলি। প্রতিপক্ষের রান তাড়ায় ১৫৯ ম্যাচে ৭ হাজার ৭৯৪ রান করেছেন তিনি। যেখানে ৪০ হাফ সেঞ্চুরির সঙ্গে সময়ের অন্যতম সেরা এই ব্যাটারের সেঞ্চুরি আছে ২৭টি। ভারত জিতেছে এমন ম্যাচে কোহলির চেয়ে বেশি রান নেই কারও। ২৭ সেঞ্চুরির ২৩টি করেছেন ভারত জয় পেয়েছে এমন ম্যাচে।