" />
রোববার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে সাক্ষাৎ দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রাজপথ দখলে রাখা নিয়ে দুই দলের বক্তব্য রাজনৈতিক বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে, যেন ঢাকা অচল না হয়। রাস্তাঘাট সচল রাখতে পুলিশ কাজ করবে। ২৮ তারিখ ঢাকা অচল করতে দেওয়া হবে না।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপির কর্মসূচিতে ঢাকা অচল হবে না। তিনি আশ্বস্ত করে বলেন, ২৮ তারিখ বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবে। রাস্তা সচল রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে তাদের কোনো বাধা দেওয়া হবে না।২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সারাদেশে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগও একই দিন পাল্টা কর্মসূচি দিয়েছে। এতে শঙ্কা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ।