" />
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওলার সিভিল এভিয়েশন মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত আমাদের ভয় দেখায়। আওয়ামী লীগ কারও ভয়ে ভীত নয়। আমরা ভয়কে জয় করে বিজয় অর্জন করেছি। আওয়ামী লীগ কখনো বানরের ভেংচিতে ভয় পায় না।
শাহজাহান খান বলেন, বিএনপি নাকি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চান। ওই কেয়ারটেকার সরকার আজিমপুরের কবরস্থানে দাফন হয়ে গেছে। আর ফিরবে না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য সরকারের উন্নয়নের তথ্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মোহাম্মদ এ আরাফাত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান কচি প্রমুখ।
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। গত ৭ অক্টোবর (শনিবার) এই সমাবেশ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন করে আজকের দিন নির্ধারণ করা হয়েছে।