" />
সুষ্ঠ অবাধ ও অংশ গ্রহণমুলক নির্বাচনের দাবীতে ৭ই অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দে সুলতানপুর কাচারীমাঠ দ. দ্বেবীদদার, কুমিল্লাতে জাতীয় জনমুক্তি পার্টির চেয়ারম্যান মো: মমতাজ উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মামুনুর রশীদ এর সঞ্চালনায় উক্ত যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ- চেয়ারম্যান, গণ মুক্তিজোট; প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ- প্রধান উপদেষ্টা, গণমুক্তি জোট; মূল বক্তা আবু লায়েস মুন্না- প্রধান সমন্বয়ক, গণমুক্তি জোট; বিশেষ অতিথিঃ- মোঃ আকতার হোসেন ও ডঃ ছরোয়ার হোসেন, কো-চেয়ারম্যানঃ গণমুক্তি জোট এছাড়াও এছাড়াও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর মুন্সিগঞ্জ জেলা আহ্বাক মো: আমানউল্লাহ আমান ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো: আক্তার হোসেন মোল্লা সহ এডভোকেট সুমন কুমার রায়- সাধারণ সম্পাদক, সনাতন পার্টি এবং গণমুক্তিজোটের ও জাতীয় জনমুক্তি পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।