" /> তুরস্ক হামলা চালালো ইরাকের কুর্দি এলাকায় - নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:০৪ পূর্বাহ্ন
নিউজ বোর্ড :
নারীদের জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন বেগম রোকেয়া:রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণমাধ্যমে ছাপানো জাতিসংঘে পাঠানো চিঠি দেশের শত্রুর মতো আচরণ-পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল বিএনপির সর্বনাশ হচ্ছে,তারেক রহমানের কারণে: আখতারুজ্জামান আরও ৯৩ জনের আবেদন, প্রার্থিতা ফিরে পেতে সুনামি সতর্কতা,ভানুয়াতুতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ডেনমার্ক পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ পদত্যাগের গুঞ্জনে যা বললেন বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত বৃষ্টির মধ্যে রাজধানীতে দুই বাসে আগুন পুতিনকে জিততে দিতে চান না বাইডেন রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ১৭ মার্চ পাঁচ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক ৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন আচরণবিধি ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুরের কাছে ব্যাখ্যা তলব মির্জা ফখররুলকে কেন জামিন নয়: হাইকোর্ট পান্নুন হত্যা : ভারতে আসছেন এফবিআইয়ের পরিচালক নওয়াজ-সুজাত বৈঠক, আসন ভাগাভাগির পরিকল্পনা পিটার হাসের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ সত্য নয় যুক্তরাষ্ট্র

তুরস্ক হামলা চালালো ইরাকের কুর্দি এলাকায়

image 242452

5 / 100

তুরস্ক ও তার পশ্চিমা মিত্ররা পিকেকে’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে৷ ২০১৬ সালের পর রোববারই প্রথম আঙ্কারায় বোমা হামলা চালায়৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে হওয়া এই হামলায় দুজন নিরাপত্তা কর্মী আহত হন৷ পুলিশের গুলিতে হামলাকারীদের একজন নিহত হয়েছেন৷ আরেকজন আত্মঘাতী হামলায় প্রাণ হারান৷

তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার বোমা হামলার প্রতিক্রিয়ায় বুধবার ইরাকের কুর্দি এলাকায় হামলা চালিয়েছে তুরস্ক। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের একটি শাখা আঙ্কারায় হামলার দায় স্বীকার করেছিল।

বুধবার ইরাকে হামলা শুরুর আগে তুরস্কের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আঙ্কারার হামলাকারীরা সিরিয়া থেকে এসেছিলেন৷ এটি নিশ্চিত যে দুই হামলাকারী সিরিয়া থেকে এসেছিলেন এবং তারা সেখানে প্রশিক্ষণ নিয়েছে, বলে জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান৷ এখন থেকে ইরাক ও সিরিয়ায় থাকা সশস্ত্র কুর্দি গোষ্ঠীগুলোর অবকাঠামো আমাদের নিরাপত্তা বাহিনীর জন্য বৈধ টার্গেট, বলেও মন্তব্য করেন তিনি৷ ওইসব এলাকা থেকে তৃতীয় পক্ষদের সরে যাওয়ার পরামর্শ দিচ্ছি আমি, বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী৷

এর আগে রোববার আঙ্কারায় হামলার কয়েক ঘণ্টার মধ্যে ইরাকের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় পিকেকের ঘাঁটিতে হামলা করেছিল তুরস্ক৷ এরপর মঙ্গলবার তুরস্কের কুর্দি অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ৬৭ জন সন্দেহভাজন পিকেকে সদস্যকে আটক করা হয়৷

বুধবারের হামলায় ইরাকের পাঁচ জেলায় ‘অনেক সন্ত্রাসীকে দমন করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়৷

এদিকে, উত্তেজনা বাড়ায় বৃহস্পতিবার তুরস্ক ও ইরাকের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে আঙ্কারায় বৈঠক হওয়ার কথা রয়েছে৷

আঙ্কারার হামলাকারীরা সিরিয়া থেকে গেছেন বলে তুরস্কের দাবি প্রত্যাখ্যান করেছেন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর কমান্ডার মাজলুম আবদি৷ তার দাবি, তুরস্ক তাদের (এসডিএফ) এলাকায় বর্তমানে যে হামলা করছে এবং ভবিষ্যতে নতুন হামলা চালানো বৈধ করতে অজুহাত খুঁজছে৷

কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজিতে এসডিএফ এর প্রভাব আছে৷ আর ওয়াইপিজি পিকেকের শাখা বলে বিবেচনা করে তুরস্ক৷ এদিকে, তথাকথিত ইসলামির স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে এসডিএফকে সমর্থন করেছিল যুক্তরাষ্ট্র৷

এসডিএফ-এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছে তুরস্ক৷ সুইডেনকে ন্যাটোর সদস্য করতে রাজি হওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন সিদ্ধান্ত তুরস্ক চাইছে, বলে বিশ্লেষকরা মনে করছেন৷

রোববার আঙ্কারায় হামলার দিন তুরস্কে সংসদ অধিবেশন শুরু হয়েছে৷ এই অধিবেশন চলাকালে ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তি চূড়ান্ত করতে সাংসদদের অনুমোদন চাওয়ার কথা৷

কিছু বিশ্লেষক মনে করছেন, পিকেকে হয়ত তুরস্কের অনুমোদন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, কারণ পিকেকে মনে করছে, তুরস্ক অনুমোদন দিলে ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্ক উন্নততর হতে পারে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

aticlix.net