" /> এত হাইকোর্ট খালেদা জিয়ার ক্ষেত্রে দেখানো হচ্ছে কেন: অলি আহমদ - নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ন
নিউজ বোর্ড :
ভূজপুর বৌদ্ধ পরিষদের উদোগে বিজয়ানন্দ ভিক্ষু র থেরোবরন অনুষ্টান সম্পন্ন পিটার হাসকে ‘হত্যার হুমকি’ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ সিএনজি থামিয়ে ডাকাতি আটক ৪ ইইউ প্রতিনিধিদলকে ইসি নির্ধারিত সময়ে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য বিএনপির ২৪ ঘণ্টার অবরোধ শুরু বিএনপিকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না কেন : ওবায়দুল কাদের ১২ জনের বিনিময়ে ৩০ বন্দির মুক্তি দিলো ইসরায়েল ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল, নতুন গ্রেপ্তার ১৩৩ নিউজিল্যান্ড টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনে চালকের আসনে বাংলাদেশ দিনের প্রথম বলেই গুটিয়ে গেল মানুষের কল্যাণে ডিএসসিএসসি’র প্রশিক্ষণার্থীদের জ্ঞান কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি ১৭ দিনের রুদ্ধশ্বাস অভিযান শেষ, টানেল থেকে উদ্ধার ৪১ শ্রমিক আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ : পররাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের জানালেন, নৌকার প্রার্থী ৩০০ আসনেই পুরো গাজায় অভিযান বিরতির পর: ইসরায়েল দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ,নির্বাচনে আসছেন তারেক বিরোধীরা বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টাসহ দুই কেন্দ্রীয় নেতা বহিষ্কার জাপা রওশনের আসন ফাঁকা রাখল জাপার যেসব প্রার্থী আ.লীগের হেভিওয়েটদের সঙ্গে লড়বেন কাদিরভের ইউক্রেনে আরও ৩ হাজার চেচেন সেনা পাঠানোর ঘোষণা

এত হাইকোর্ট খালেদা জিয়ার ক্ষেত্রে দেখানো হচ্ছে কেন: অলি আহমদ

314793 ima

8 / 100

এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, শেখ হাসিনা ২০০৮ সালে জেল থেকে বের হয়ে সরকারের নির্বাহী আদেশে কানের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। জিয়াউর রহমানের আমলে জাসদের এক নেতাকে জেল থেকে সরাসরি নির্বাহী আদেশে জার্মানি পাঠানো হয়। সুতরাং বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এত ধরনের হাইকোর্ট দেখানো হচ্ছে কেন? তাকেও নির্বাহী আদেশে পাঠানো সম্ভব।

অলি বলেন, প্রয়োজন সরকারের সদিচ্ছা। আশা করি সরকার নতুনভাবে তিক্ততা সৃষ্টি না করে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি প্রদান করবে। অক্টোবরের পর সরকার হয়তো এই সুযোগ হারাতে পারে। দেশের অবস্থা মোটেই ভালো নয়। সোমবার রাজধানীর পূর্ব পান্থপথে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অলি বলেন, আমরা ১৮ কোটি মানুষ বর্তমানে খুবই কঠিন সময় পার করছি।

বর্তমান সরকারের অপশাসন, দুর্নীতি এবং ন্যায়বিচারহীনতার কারণে বিভিন্ন সমস্যা অধিকতর জটিল আকার ধারণ করছে। বিশেষ করে সরকারের একঘেয়েমি মনোভাব অনেক মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তিনি বলেন, দেশের বর্তমান সামাজিক নিরাপত্তার অবস্থা পর্যবেক্ষণ করুন। গত আট মাসে ৪৯৩ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ের মধ্যে ১০১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এর মধ্যে একক ধর্ষণের শিকার ৩২২ জন। সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৭২ জন। প্রতিবন্ধী শিশু রয়েছে ৩৯ জন।

প্রেমের ফাঁদে ফেলে ৭৩ জন শিশুকে ধর্ষণ করা হয়েছে। সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কারণ তারা দুর্নীতি এবং টাকাপয়সা পাঁচারে ব্যস্ত। নিশিরাতের ভোট কীভাবে সম্পন্ন করবে তা নিয়ে পরিকল্পনায় ব্যস্ত।

আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে বাধ্য। এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, সাকলায়েন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক আবুল হাশেম, প্রচার সম্পাদক নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ লাইভ

aticlix.net