" /> ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিয়ের অনুষ্ঠানের একটি ছবির গল্প ইরাকের - নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ন
নিউজ বোর্ড :
ভূজপুর বৌদ্ধ পরিষদের উদোগে বিজয়ানন্দ ভিক্ষু র থেরোবরন অনুষ্টান সম্পন্ন পিটার হাসকে ‘হত্যার হুমকি’ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ সিএনজি থামিয়ে ডাকাতি আটক ৪ ইইউ প্রতিনিধিদলকে ইসি নির্ধারিত সময়ে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য বিএনপির ২৪ ঘণ্টার অবরোধ শুরু বিএনপিকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না কেন : ওবায়দুল কাদের ১২ জনের বিনিময়ে ৩০ বন্দির মুক্তি দিলো ইসরায়েল ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল, নতুন গ্রেপ্তার ১৩৩ নিউজিল্যান্ড টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনে চালকের আসনে বাংলাদেশ দিনের প্রথম বলেই গুটিয়ে গেল মানুষের কল্যাণে ডিএসসিএসসি’র প্রশিক্ষণার্থীদের জ্ঞান কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি ১৭ দিনের রুদ্ধশ্বাস অভিযান শেষ, টানেল থেকে উদ্ধার ৪১ শ্রমিক আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ : পররাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের জানালেন, নৌকার প্রার্থী ৩০০ আসনেই পুরো গাজায় অভিযান বিরতির পর: ইসরায়েল দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ,নির্বাচনে আসছেন তারেক বিরোধীরা বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টাসহ দুই কেন্দ্রীয় নেতা বহিষ্কার জাপা রওশনের আসন ফাঁকা রাখল জাপার যেসব প্রার্থী আ.লীগের হেভিওয়েটদের সঙ্গে লড়বেন কাদিরভের ইউক্রেনে আরও ৩ হাজার চেচেন সেনা পাঠানোর ঘোষণা

ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিয়ের অনুষ্ঠানের একটি ছবির গল্প ইরাকের

5 / 100

ইরাকের নিনেভেহ প্রদেশে গত বুধবার (২৭ সেপ্টেম্বর) একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৩ জন মানুষের মৃত্যু হয়। যেখানে দিনটি হওয়ার কথা ছিল একটি ‘আনন্দময় দিন’— সেখানে সেদিন মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছিল আকাশ-বাতাস।

ভয়াবহ সেই আগুন লাগার একটি ছবি এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটিতে দেখা যাচ্ছে, বর-কনের ‘স্লো ডান্স’ উপভোগ করছেন আমন্ত্রিত অতিথিরা। কেউ যেন একটুও বুঝতে পারেননি একটু পরই কি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছেন তারা।

সেদিনের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৩ জন নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে যান বর-কনে দুজনই।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন বর রিভান এবং কনে হানিন। রিভান কথা বললেও হানিন যেন একেবারে বাকরুদ্ধ হয়ে গেছেন।

রিভান স্কাই নিউজকে বলেছেন, ‘এটি সত্যি যে আমরা এখানে আপনার সামনে জীবিত অবস্থায় বসে আছি। কিন্তু ভেতরে আমরা মরে গেছি। আমরা রুদ্ধ। আমরা ভেতরে মৃত।’

রিভান এই অগ্নিকাণ্ডে হারিয়েছেন পরিবারের ১৫ সদস্যকে। অপরদিকে কনে হানিন হারিয়েছেন ১০ সদস্যকে। যার মধ্যে তার মা ও ভাই রয়েছেন। অপরদিকে তার বাবা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রাথমিক অবস্থায় ধারণা করা হয়েছিল, আতশবাজি বা এ ধরনের কোনো বস্তু থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বর রিভান বলেছেন, তিনি ধারণা করছেন বৈদ্যুতিক শটসার্কিট থেকে এমন ভয়াবহ ঘটনা ঘটে গেছে।

তিনি বলেছেন, ‘এটি একটি শটসার্কিট হতে পারে। আমি জানি না। কিন্তু আগুনের সূত্রপাত হয়েছিল ছাদে (সিলিং)। আমরা সেটির তাপ অনুভব করতে পেরেছিলাম। যখন খটখট শব্দ শুনতে পাই আমি উপরে তাকাই। এরপর ছাদটি গলে পড়া শুরু করে। এটি পুরোপুরি নাইলন দিয়ে বানানো ছিল। কয়েক সেকেন্ড সময় লাগল মাত্র।’

রিভান জানিয়েছেন, পুরো হলরুমে মাত্র একটি অগ্নিনির্বাপক ছিল। কিন্তু সেটিও কাজ করেনি।

তিনি আরও জানিয়েছেন, আগুন যখন দ্রুত ছড়ানো শুরু করল তখন সদ্য বিবাহিতা স্ত্রীর হাত ধরে কোনোমতে সেখান থেকে বের হয়ে আসেন তিনি। কিন্তু হুড়োহুড়ির মধ্যে তার স্ত্রী পায়ে আঘাত পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ লাইভ

aticlix.net