" /> ক্রিকেটাররা গণমাধ্যম এড়িয়ে চলছেন - নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৯:১৮ পূর্বাহ্ন
নিউজ বোর্ড :
ভূজপুর বৌদ্ধ পরিষদের উদোগে বিজয়ানন্দ ভিক্ষু র থেরোবরন অনুষ্টান সম্পন্ন পিটার হাসকে ‘হত্যার হুমকি’ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ সিএনজি থামিয়ে ডাকাতি আটক ৪ ইইউ প্রতিনিধিদলকে ইসি নির্ধারিত সময়ে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য বিএনপির ২৪ ঘণ্টার অবরোধ শুরু বিএনপিকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না কেন : ওবায়দুল কাদের ১২ জনের বিনিময়ে ৩০ বন্দির মুক্তি দিলো ইসরায়েল ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল, নতুন গ্রেপ্তার ১৩৩ নিউজিল্যান্ড টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনে চালকের আসনে বাংলাদেশ দিনের প্রথম বলেই গুটিয়ে গেল মানুষের কল্যাণে ডিএসসিএসসি’র প্রশিক্ষণার্থীদের জ্ঞান কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি ১৭ দিনের রুদ্ধশ্বাস অভিযান শেষ, টানেল থেকে উদ্ধার ৪১ শ্রমিক আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ : পররাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের জানালেন, নৌকার প্রার্থী ৩০০ আসনেই পুরো গাজায় অভিযান বিরতির পর: ইসরায়েল দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ,নির্বাচনে আসছেন তারেক বিরোধীরা বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টাসহ দুই কেন্দ্রীয় নেতা বহিষ্কার জাপা রওশনের আসন ফাঁকা রাখল জাপার যেসব প্রার্থী আ.লীগের হেভিওয়েটদের সঙ্গে লড়বেন কাদিরভের ইউক্রেনে আরও ৩ হাজার চেচেন সেনা পাঠানোর ঘোষণা

ক্রিকেটাররা গণমাধ্যম এড়িয়ে চলছেন

375000217 1273290803554141 6049170591204804115 n 2

5 / 100

অধিনায়ক হিসেবে সাকিব বরাবরই নিজস্ব কিছু নীতি মেনে চলেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও সতীর্থদের মিডিয়া সহ বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রেখেছিলেন।

আসন্ন বিশ্বকাপেও একই পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি।বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই খোলসবন্দি হচ্ছেন ক্রিকেটাররা। অবস্থা এমন যে গণমাধ্যমের সঙ্গেও তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন। মিডিয়া ও টিম অপারেশন ম্যানেজার রাবিদ ইমাম যেন মুখে কুলুপ এঁটেছেন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও কিছু বলছেন না। বড় কোনও টুর্নামেন্টের আগে সাকিব আল হাসানের দলের যেন এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সাকিব তার সতীর্থ থেকে শুরু করে কোচিং স্টাফদেরও নির্দেশ দিয়েছেন মিডিয়ার সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে!গুয়াহাটিতে পৌঁছানোর পর প্রথম ম্যাচের আগ পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে টুকটাক ভিডিও বার্তা দিলেও পরের দিন থেকে জাতীয় দলকেন্দ্রিক কোনও তথ্য দেননি বিসিবির মিডিয়া ম্যানেজার। কেন নেই, সেই ব্যাখ্যাও দেননি রাবিদ ইমাম। যদিও বিশ্বকাপের আগে সাকিবের এই নিয়মকে সমর্থন জানিয়েছেন বিসিবির পরিচালকদের অনেকে।

তারা মনে করেন, এতে করে ক্রিকেটারদের খেলায় ফোকাস বাড়বে।অবশ্য এমনটা ভাবার কারণ আছে। তামিম ইকবালকে বিশ্বকাপ দলে না রাখা; পরবর্তীতে সাকিব, তামিম এবং মাশরাফির ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে আলোচনার ঝড় উঠেছে। সেই ঝড় বিসিবি চুপচাপ থেকেই সামাল দিচ্ছে। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ কোনও মন্তব্য করেনি। মূলত সাম্প্রতিক বিতর্ক থেকে খেলোয়াড়দের দূরে সরিয়ে স্রেফ খেলায় মনোযোগী রাখতেই সাকিব ও বোর্ডের এমন উদ্যোগ। কিন্তু সেটা যেন বিশ্বকাপ দলকে প্রভাবিত করতে না পারে কিংবা দলের কাউকে নিয়ে যেন নতুন কোনও ইস্যু তৈরি না হয়, সেই চেষ্টা টিম ম্যানেজমেন্টের। এই কারণেই মৌন থাকার নীতি গ্রহণ করেছে বিসিবি।আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে দিয়ে বিশ্বকাপের মিশন শুরু হবে বাংলাদেশের।

তার আগে আজ ইংল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ফুটবল খেলতে গিয়ে ব্যথা পাওয়া সাকিব আগের ম্যাচের মতো এই ম্যাচেও একাদশে নেই। এদিকে অনুশীলনে চোট পেয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচ থেকে ছিটকে গেছেন মাহমুদউল্লাহও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ লাইভ

aticlix.net