মো. ওমর ফারুক খোন্দকার মালদ্বীপ থেকে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী শেখ হাসিনার ৭৭’তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় মালদ্বীপের রাজধানী মালের রুট সিক্সটি সিক্স রেস্তোরাঁর হল রুমে আনন্দ-উল্লাস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মালদ্বীপ শাখা আওয়ামিলীগের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে সভাপতি আলহাজ্ব দুলাল মাতবর নেত্রীর জন্মদিনের কেক কাটেন। মালদ্বীপ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন ও পরিচালনা করেন সহ সভাপতি শাহ্ জালাল শিকদার।এসময় উপস্থিত ছিলেন এনবিএল মানি ট্রান্সপার প্রা. লি. এর লোকাল ডিরেক্টর হান্নান খান কবির, বাংলাদেশ থেকে আগত স্টার টি গ্রুপের সিইও মো. টিপু সুলতান ও সোশ্যাল ওয়ার্কার্স এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন।
বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা মুজিবুর রহমান, সহ-সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সম্পাদক নুরে আলম রিন্টু, বঙ্গ বন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এআর মামুন, আবু রাসেল হাওলাদার, নাসির হোসন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্বে থাকা দুলাল মাতবর বলেন, বঙ্গবন্ধু কন্যা মানুষের আস্থার প্রতিদান দিতে জানেন। বাংলাদেশের ইতিহাসে জননেত্রী শেখ হাসিনার শাসনামলেই দেশের মানুষ ভাল থেকেছে। বাংলাদেশ বিশ্বের দরবারে ইতিবাচক একটি দেশ হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে।
সবশেষে বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করেন মাওলানা আল আমিন।
Post Views: ৮৬