" /> বোমা বিস্ফোরণে পাকিস্তানে নিহত ৫২ - নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:০৮ অপরাহ্ন
নিউজ বোর্ড :
ঢাবি ক্যাম্পাসে মধ্যরাতে দুজনের মুঠোফোন ছিনতাই সিলেটের গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ‍‍`ভুয়া রুটিন‍‍` ফেসবুকে প্রকাশ ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বৈধ মাহী বি চৌধুরী প্রার্থিতা ফিরে পেলেন ১১ পুলিশ কর্মকর্তা ও ১ ডিসিকে বদলির নির্দেশ ইসির আগামীকাল আওয়ামী লীগের যৌথসভা আদম তমিজী হককে এখন রিহ্যাব সেন্টারে ডিবি প্রধান সকল সংঘাতের স্থায়ী সমাধান করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রপতির আহ্বান মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু নিরাপত্তা পরিষদকে ‘ ইসরায়েল সুরক্ষা পরিষদ’ বললেন এরদোগান বৃহস্পতিবার বৈঠকে বসছেন গায়ানা ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ইসরায়েলি হামলায় প্রায় সাড়ে ১৭ হাজার মানুষ নিহত প্রিয়জনকে ফিরে পেতে পরিবারের মানববন্ধন জনগণের সেবক হওয়ার লক্ষ্যে পুলিশ এগিয়ে যাচ্ছে: আইজিপি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আমুকে ইসিতে তলব কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ‘জয়িতা’ পুরস্কার পেলেন কোহিনূর বেগম ড্যাবের মানববন্ধন খালেদা জিয়ার মুক্তির দাবিতে যত ষড়যন্ত্রই হোক, সুষ্ঠুভাবে নির্বাচনে অটল থাকবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের ফেরি থেকে নদে পড়ে বৃদ্ধ নিখোঁজ

বোমা বিস্ফোরণে পাকিস্তানে নিহত ৫২

314291 ima

8 / 100

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি মসজিদের পাশে বোমা বিস্ফোরণে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। আজ শুক্রবার মাসতুং জেলার স্থানীয় হাসপাতালগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ডন। মাসতুং জেলার শাহেদ নওয়াব গৌয়াস বাকশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সায়েদ মিরওয়ানি হতাহতের বিষয়টি ডনকে নিশ্চিত করেছেন। আর পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাবেদ লেহরি। এ ছাড়া জেলা স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আবদুল রাজ্জাক শাহিও বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. সায়েদ মিরওয়ানি বলেন, ‘আমাদের এখানে এখন পর্যন্ত ২৮টি মরদেহ আনা হয়েছে। আর মাসতুং জেলা হাসপাতালে ছয়টি মরদেহ নেওয়া হয়েছে।’

কয়েক ডজন আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে ডা. মিরওয়ানি বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় ২০ জনকে কোয়েটায় পাঠানো হয়েছে। মরদেহ ও আহত ব্যক্তিদের উদ্ধার প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।’

এর আগে মাসতুং পুলিশের সহকারী কমিশনার আত্তাহুল মুনিম জানিয়েছিলেন, বিস্ফোরণে ১৫ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলফালাহ রোডের মদিনা মসজিদের পাশে র‌্যালির জন্য মানুষদের জড়ো হওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ডিএসপি নওয়াজ গিসকোরির গাড়িতেই এ বিস্ফোরণটি হয়। এ সময় মিছিলের পাশেই ছিলেন তিনি।’

সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাবেদ লেহরি বলেন, ‘এটি আত্মঘাতী হামলা।’

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে বেশ কয়েকটি রক্তাক্ত মরদেহ দেখা গেছে। তবে, এসব ছবি ও ভিডিও যাচাই করা সম্ভব হয়নি।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানা আচাকাজি বলেন, ‘মাসতুংয়ে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে। সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’

বিস্ফোরণটি ‘অসমর্থনযোগ্য’ আখ্যা দিয়ে জানা আচাকাজি বলেন, ‘বিদেশিদের সহায়তায় শত্রুরা বেলুচিস্তানের ধর্মীয় সহনশীলতা ও শান্তি বিনষ্ট করতে চায়।’

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

aticlix.net