" /> প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ার অনুপ্রেরণা - নাগরিক দৃষ্টি টেলিভিশন
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫ অপরাহ্ন
নিউজ বোর্ড :
বিএনপির সর্বনাশ হচ্ছে,তারেক রহমানের কারণে: আখতারুজ্জামান আরও ৯৩ জনের আবেদন, প্রার্থিতা ফিরে পেতে সুনামি সতর্কতা,ভানুয়াতুতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ডেনমার্ক পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ পদত্যাগের গুঞ্জনে যা বললেন বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত বৃষ্টির মধ্যে রাজধানীতে দুই বাসে আগুন পুতিনকে জিততে দিতে চান না বাইডেন রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ১৭ মার্চ পাঁচ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক ৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন আচরণবিধি ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুরের কাছে ব্যাখ্যা তলব মির্জা ফখররুলকে কেন জামিন নয়: হাইকোর্ট পান্নুন হত্যা : ভারতে আসছেন এফবিআইয়ের পরিচালক নওয়াজ-সুজাত বৈঠক, আসন ভাগাভাগির পরিকল্পনা পিটার হাসের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ সত্য নয় যুক্তরাষ্ট্র পেলে-নেইমারের ক্লাব সান্তোসের প্রথম অবনমন ১১১ বছরের ইতিহাস রুবিয়ালেস কী ইংল্যান্ডের নারী ফুটবলারকেও জোর করে চুমু খেয়েছিলেন ? ইসি আলমগীর বলেছেন, নির্বাচনের বিষয়ে বিদেশিদের চাপ দেওয়ার অধিকার নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ার অনুপ্রেরণা

314346 image url 02

5 / 100

গতকাল বৃহস্পতিবার ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জন্ম হয়। বর্তমানে চতুর্থ মেয়াদে বাংলাদেশ পরিচালনা করছেন বঙ্গবন্ধু কন্যা। তার নেতৃত্ব বাংলাদেশকে নিয়ে গেছে উন্নয়ন-অগ্রযাত্রার নতুন উচ্চতায়। তাঁর জন্মদিনে দিনব্যাপী দেশ-বিদেশে ছিলো নানা আয়োজন। দলীয় উদ্যোগের বাইরেও বিভিন্ন অঙ্গনের মানুষ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এরমধ্যে অন্যতম ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দীর্ঘ স্ট্যাটাস দেন। যেখানে শেখ হাসিনাকে নিজের অনুপ্রেরণা বলেও মন্তব্য করেন জয়া। জয়া লিখেছেন, “জীবনে একলা পথ চলতে চলতে যখন হাঁফিয়ে ওঠে মন, শত বাধার দরজা খুলতে মনে হয় থমকে যাওয়ার সময় এলো বুঝি, তখন আমি তাকিয়ে দেখি এক মানবীর দিকে। তার নাম শেখ হাসিনা।” শেখ হাসিনাকে নিজের অনুপ্রেরণা জানিয়ে জয়া আরও লিখেন,“তাঁর সমস্ত পরিবারকে হারিয়ে যখন একা এসে দাঁড়িয়েছিলেন সেই নারী, তখন সঙ্গে কেবল বোন শেখ রেহানা; স্বজন বলতে তাঁর দেশ, তাঁর দেশের মানুষ। শুধু মাত্র সেই দেশ এবং দেশের মানুষকে ভালোবেসে, পরম মমতায়, কোলে তুলে নিয়েছিলেন বাংলাদেশ নাম। সেই নারী, আমার অনুপ্রেরণা, একা জীবন পথে হেঁটে চলার মন্ত্রে পরম শক্তির জায়গা।” “শুধু মনে হয়, পরিজনের ভালোবাসা হারিয়ে, একা সেই লৌহমানবী যদি পারেন সব বাধা অতিক্রম করতে, আমি কেন পারবো না? বুকে তার বাংলাদেশ নামের অপ্রতিরোধ্য স্বপ্ন, আঁচল ভরা মমত্ব। শত ষড়যন্ত্রে ও আটকে রাখা যায় না এমন হার না মানা এক মন। বিশ্বের মাঝে বাংলাদেশ এক আশার নাম হবে, এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একাই এগিয়ে চলেছে সে। চোখ ভিজে আসেৃ গলা দিয়ে ফুটে বেরোয় আত্মপ্রত্যয়ী জয়গান। তারপর যখন চোখ মেলে দেখি বর্তমান, চেয়ে দেখি বিশ্ব মাঝে আমার বাংলার উজ্জ্বল নাম, পদ্মা সেতু ধরে পাড় হয়ে যাই বিশ্বের মাঝে, যেখানেই থাকি সবুজ বাংলা আমার বুকের মাঝে থাকে, আর যে নামটা সব সময় জেগে থাকে, তা আমার দেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নাম।” বলছিলেন জয়া। জন্মদিনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে জয়া লিখেন,“তাঁর জন্মদিনে তাঁকে জানাই আমার অফুরান শ্রদ্ধার্ঘ্য। এমন করেই আলো হয়ে থাকুন, আশা হয়ে থাকুন আমাদের মননে, বাংলাদেশ নামে যেন আপনার হাত ধরেই স্বপ্ন দেখতে পারি আমরা আজীবন। জন্মদিনে প্রার্থনা করি, আপনার মতোন যেন আরেকজন জন্ম নেয় এই ধরায়ৃ ভালোবাসা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

aticlix.net