" /> শান্ত আরও একটি সুসংবাদ পেলেন - নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:১৬ অপরাহ্ন
নিউজ বোর্ড :
ঢাবি ক্যাম্পাসে মধ্যরাতে দুজনের মুঠোফোন ছিনতাই সিলেটের গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ‍‍`ভুয়া রুটিন‍‍` ফেসবুকে প্রকাশ ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বৈধ মাহী বি চৌধুরী প্রার্থিতা ফিরে পেলেন ১১ পুলিশ কর্মকর্তা ও ১ ডিসিকে বদলির নির্দেশ ইসির আগামীকাল আওয়ামী লীগের যৌথসভা আদম তমিজী হককে এখন রিহ্যাব সেন্টারে ডিবি প্রধান সকল সংঘাতের স্থায়ী সমাধান করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রপতির আহ্বান মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু নিরাপত্তা পরিষদকে ‘ ইসরায়েল সুরক্ষা পরিষদ’ বললেন এরদোগান বৃহস্পতিবার বৈঠকে বসছেন গায়ানা ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ইসরায়েলি হামলায় প্রায় সাড়ে ১৭ হাজার মানুষ নিহত প্রিয়জনকে ফিরে পেতে পরিবারের মানববন্ধন জনগণের সেবক হওয়ার লক্ষ্যে পুলিশ এগিয়ে যাচ্ছে: আইজিপি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আমুকে ইসিতে তলব কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ‘জয়িতা’ পুরস্কার পেলেন কোহিনূর বেগম ড্যাবের মানববন্ধন খালেদা জিয়ার মুক্তির দাবিতে যত ষড়যন্ত্রই হোক, সুষ্ঠুভাবে নির্বাচনে অটল থাকবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের ফেরি থেকে নদে পড়ে বৃদ্ধ নিখোঁজ

শান্ত আরও একটি সুসংবাদ পেলেন

image 241514 1

5 / 100

বাংলাদেশ জাতীয় দলে ৬ বছরের বেশি সময়ের ক্যারিয়ারে অনেক চড়াই–উতরাই পেরিয়েছেন শান্ত। ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পর অনেকের ট্রলের শিকার হন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিশ্রম করে স্বরূপে ফিরেন বাঁহাতি এই ব্যাটার। বর্তমানে বাংলাদেশ দলের টপ-অর্ডারে আস্থার প্রতীকও হয়ে উঠেছেন। দিনভর নাটকীয়তা শেষে তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। ১৫ সদস্যের এই স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আরও এক চমক লাল-সবুজের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যা কি না শান্তর ক্যারিয়ারে বড় সুসংবাদই বটে। এবার আরও এক সুসংবাদ পেয়েছেন টাইগারদের টপ-অর্ডার এই ব্যাটার।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ব্যাটিংয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন শান্ত। সদ্য সমাপ্ত এশিয়া কাপেও নিজের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন। কিন্তু পেশিতে চোট পেয়ে এশিয়া কাপের মাঝেই দেশে ফিরে এসেছিলেন শান্ত। এরপর বিশ্বকাপের কথা মাথায় রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ছিলেন না তিনি।

নিয়মিত পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৭৪তম স্থানে উঠে এসেছেন তিনি। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৪৮৫।

এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বিশ্বকাপে অন্তত ৯টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন শান্ত। তাই তার সামনে সুযোগ থাকছে রেটিং আরও বাড়িয়ে র‍্যাঙ্কিংয়ে আরও উন্নতি করার।

বাংলাদেশি বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে ৭৯তম স্থানে আছেন শরিফুল ইসলাম। বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে (১৭তম) আছেন সাকিব আল হাসান।

এদিকে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি ফ্লাইটে ভারতের গোহাটির উদ্দেশ্যে উড়বে সাকিব বাহিনী। সেখানে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে একটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেখান থেকে ধর্মশালায় চলে যাবে বাংলাদেশ দল। ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজেরা।

সেখানেই আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

aticlix.net