" />
ঘুমের সময় সকলে বিশ্রামে থাকলেও, সবার মস্তিষ্ক থাকে সচল। নানা রকম চিন্তাধারা ঘোরাফেরা করে সেই মস্তিষ্কে। স্বপ্ন হয়ে দেখা দেয় নানান জিনিস। স্বপ্নের মধ্যে সারাদিনের নানান কর্মকাণ্ড ছাড়া, অবাক করা নানান জিনিস ঘোরাফেরা করে মস্তিষ্কে। সকালে উঠে এগুলো নিয়ে চিন্তাধারা আরও বেড়ে যায়। যেমন অনেক সময় দেখা যায়, অনেক ঠাকুর এসে আপনাদের স্বপ্নাদেশে দেয়, তার মধ্যে অন্যতম হলেন স্বয়ং মা কালী। অনেকেই মা কালীর স্বপ্ন দেখেন তবে সেই ইঙ্গিত ভালো না খারাপ, সেই সম্পর্কে ধারণা সকলের স্পষ্ট নেই।
পুরান শাস্ত্র অনুসারে, স্বপ্নে মা কালীর দর্শনকে শুভ বলে মনে করা হয়। মা কালীর দেখা পেলে, তা সমস্ত অশুভ শক্তিকে কাটিয়ে শুভ শক্তির বিকাশ ঘটায়। যদি কোন অসুস্থ ব্যক্তি বা কষ্টে থাকা ব্যক্তি তার স্বপ্নে স্বয়ং মা কালীকে দেখেন, তাহলে তার সমস্ত সমস্যার সমাধান ঘটে ও রোগ মুক্ত হয়। ঘরে সুখ সমৃদ্ধি আনাগোনা করে মা কালীর দর্শনে ।
মা কালীর দর্শন পেলে শুভ শক্তির আনাগোনা হয়, অশুভ শক্তির বিনাশ ঘটে। আগামী দিনে পরিবারের সকলকে নিয়ে সুখ-সমৃদ্ধিতে থাকা যায়। এছাড়া যদি কেউ মা কালীর উগ্র রূপ দেখে, তাহলে তার জীবনে অত্যন্ত ইতিবাচক প্রভাব বিস্তার করে। জীবনের যেকোনো সমস্যায় সে সমাধান পায় অতি সহজে।
অনেকেই স্বপ্নাদেশে মা কালীকে দেখলে, তার আরাধোনায় নিয়োজিত হন। মনে করা হয়, এই আরাধনা করলে জীবনের সুখ-সমৃদ্ধির বৃদ্ধি ঘটে। সংসার জীবন, কর্মক্ষেত্র সর্বত্রই সুখের মুখ দেখা পাওয়া যায়।