" />
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্যপ্রয়াত চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি কিছুদিন পরপর নানা ধরনের কর্মসূচি দেয়। তাদের কর্মসূচির মধ্যে কোনো নতুনত্ব নেই।
তথ্যমন্ত্রী বলেন, কদিন হাঁটা কর্মসূচি, কদিন বসা কর্মসূচি ও কদিন গণমিছিল কর্মসূচি পালন করে বিএনপি। এগুলো গতানুগতিক কর্মসূচি। বিএনপিকে অনুরোধ জানাব তাদের দল থেকে যে নেতারা চলে যাচ্ছেন সেটি নিয়ে কিছু বলার জন্য।
তিনি বলেন, নেতাদের দল থেকে চলে যাওয়া ঠেকানোর জন্য বিএনপি এখন রোডমার্চ দিচ্ছে। হয়তো কদিন পর আরও অন্য কর্মসূচি দেবে। এগুলো করেও বিএনপি থেকে নেতাদের সরে যাওয়া এবং অন্য দলে যোগ দেওয়া কিংবা নতুন প্লাটফর্ম করা তারা ঠেকাতে পারবে না।
চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকীর চলে যাওয়া প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, আমাদের চলচ্চিত্র শিল্প যখন ঘুরে দাঁড়িয়েছে, তখন তার চলে যাওয়াটা চলচ্চিত্র অঙ্গণের জন্য, সাংস্কৃতিক অঙ্গণের জন্য অপূরণীয় ক্ষতি। কারণ, জাকীর মতো এ রকম গুণী নির্মাতা এক দিনে তৈরি হয়নি। তিনি একজন গুণী চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, পরিচালক ও কাহিনিকার ছিলেন। তার প্রথম ছবি ঘুড্ডি, যা দেশে সাড়া ফেলেছিল এবং সেই সিনেমার ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি এখনও দেশের মানুষের মুখে মুখে ফেরে।
তিনি বলেন, একুশে পদকপ্রাপ্ত সালাহউদ্দীন জাকী ভাই বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। সবচেয়ে বড় বিষয়, তিনি একজন সজ্জন ভদ্র মানুষ ছিলেন। তার চলনে, বলনে কোনো বাহুল্য ছিল না। নিজেকে জাহির করার কোনো প্রবণতা তার মধ্যে কখনও দেখিনি। তার পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে সে জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি।
প্রসঙ্গ, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দীন জাকী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭।