" />
বিশ্বের সবথেকে দামি ঔষধ এটাই! বাংলাদেশী টাকায় ২১ কোটি টাকা! ভাবতে পারছেন? সম্প্রতি বাজারে আসা এটাই এখনো পর্যন্ত বিশ্বের সবথেকে দামি ঔষধ। এ নিয়ে গোটা দুনিয়ায় এখন শুরু হয়েছে যুক্তি-তক্ক-গপ্প। যত দূর জানা গেছে, বিরল বংশগত রোগ একেবারে ভালো করে তুলতে পারে এই ঔষুধ। বংশগত জটিল রোগের ক্ষেত্রে জিন থেরাপি হিসেবে কাজ করবে নতুন এই Zolgensma। এই ওষুধটির অনুমোদন দিয়েছে ইউনাইটেড কিংডমের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস।
এই ঔষুধের এক একটি ডোজের দাম বাংলাদেশী টাকায় মাত্র ২১ কোটি টাকা। যদি কোনও শিশু স্পাইনাল মাসকুলার অট্রোফি সমস্যায় ভোগে তাদের এই ওষুধ প্রয়োগ করা হবে। পাশাপাশি বিরল এবং জটিল জিনগত রোগ, প্যারালাইসিস, পেশীগত সমস্যা সমাধানে এই ওষুধ কার্যকর।
এর প্রয়োগে স্পাইনাল মাসকুলার অট্রফি আক্রান্ত শিশুরা ভেন্টিলেটর ছাড়াই শ্বাস নিতে পারবে। কারণ এই ধরনের রোগে আক্রান্তরা তাদের পেশীগুলি নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে নতুন ওষুধ প্রয়োগে তাদের মুখে হাসি ফুটবে এমনটাই মনে করছে এনএইচএস।
সূত্র: এনএইচএস (ইউকে) ওয়েবসাইট থেকে ভাষান্তরিত।