মো. হুমায়ুন কবির,
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার আলোচনা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে তিনব্যাপি উন্নয়ন মেলার সমাপনী সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ,জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান,সহকারী কমিশনার ভুমি আফসানা আফরোজ,রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি,প্রেস ক্লাব সাধারন সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম প্রমুখ। উন্নয়ন মেলায় মোট ৩৫ টি স্টল অংশ গ্রহন করে। তাদের মধ্যে পুরস্কৃত করা হয়। আলোচনা শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১ম স্থান ইউনিয়ন পরিষদ,২য় স্থান কৃষি অফিস ও ৩য় স্থান প্রাথমিক শিক্ষা পুরস্কৃত করা হয়।
Post Views: ১৭