ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড, হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে দেশব্যাপী মানব বন্ধন ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড এবং হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে আজ ১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে এবং সকল জেলা/উপজেলা পর্যায়ে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মানব বন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ অবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, দেবোত্তর বোর্ড হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবী জানান ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জে এল ভৌমিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার এর সঞ্চালনায় কেন্দ্রীয় মানব বন্ধন সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী বাসুদেব ধর, বীর মুক্তিযোদ্ধা শ্রী হীরেন্দ্রনাথ সমাজদার হীরু, শ্রী ডি এন চ্যাটার্জী, শ্রীমতি পূরবী মজুমদার, শ্রী মনীন্দ্র কুমার নাথ, শ্রী জয়ন্ত কুমার দেব, এ্যাড. তাপস কুমার পাল, শ্রী বাবুল দেবনাথ, সাংবাদিক সন্তোষ শর্মা, এ্যাড. শ্যামল কুমার রায়, এ্যাড. কিশোর রঞ্জন মন্ডল, শ্রী রমেন মন্ডল, শ্রী গোপাল চন্দ্র দেবনাথ, শ্রী রবীন্দ্রনাথ বসু, শ্রী অঙ্কুরজিৎ সাহা নব, শ্রী শুভাশীষ বিশ্বাস সাধন, শ্রী তাপস কুন্ডু, শ্রী বিপ্লব দে, শ্রী সাগর হালদার, এ্যাড. কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু, শ্রী গোপাল চন্দ্র সরকার, শ্রী ব্রজ গোপাল দেবনাথু, শ্রী প্রাণতোষ আচার্য্য শিবু, শ্রী মতিলাল রায়সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
ndtvbd/babuldas