সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা, অবশেষে ধরা - নাগরিক দৃষ্টি টেলিভিশন " /> সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা, অবশেষে ধরা - নাগরিক দৃষ্টি টেলিভিশন
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন
নিউজ বোর্ড :
সুলতান’স ডাইনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালান লায়লা ও হাকিম, আদালতে পিবিআই গণপিটুনির ভয়ে ৯৯৯ নম্বরে চোরের ফোন কলে চোর গ্রেপ্তার ২৬ বছর পরে রুবেল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তামিমের কপালে কী আছে ?উত্তাপ ক্রিকেট পাড়া মাশরাফী ধোঁয়াশা রেখেই বিসিবি ছাড়লেন তামিম কি বিশ্বকাপ দলে থাকবেন ? ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৩৩ রোগী ঢাবির দর্শন বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে গবেষণা চুরির অভিযোগ, কর্তৃপক্ষের ‘নিরবতা’ নিয়ে প্রশ্ন ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের মাঝে আস্থার জায়গা তৈরি করছে : আইজিপি ইউজিসির পরামর্শ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হালনাগাদের সাজার বিরুদ্ধে আপিল করেছেন আদিলুর-নাসির কাদেরের হুঁশিয়ারি.বিএনপির কালো হাত গুঁড়িয়ে দেওয়া হবে কারাগারে গিয়ে খালেদাকে আবেদন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্র স্পষ্ট করল,কানাডা-ভারত দ্বন্দ্ব নিয়ে নিজেদের অবস্থান নিহত ১৬,চীনে কয়লা খনিতে ভয়াবহ আগুন বাংলাদেশের ব্রোঞ্জ জয়,পাকিস্তানকে হারিয়ে যেসব মানুষের বাস উড়োজাহাজে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন পিবিআই মামলা তদন্তে দক্ষতায় নতুন মাত্রা যোগ করেছে : আইজিপি ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে,বিএনপির আল্টিমেটাম
নোটিশ বোর্ড :
জরুরি ঘোষণাঃ আমাদের আই টি বিভাগের কারিগরি উন্নয়ন এর কাজ চলছে! এতে প্রচারে বিঘ্ন ঘটতে পারে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। #Ndtvbdnewsroom “জরুরী আবশ্যক”বেসরকারী অনলাইন টেলিভিশন চ্যানেল ” নাগরিক দৃষ্টি টেলিভিশন ” এনডিটিভি তে এ উপস্থাপক উপস্থাপিকা, ভয়েস আটির্স,অফিস সহকারী পুরুষ – মহিলা এসএসসি,এইচএসসি,স্নাতক,ছবি সহ আবেদন করতে হবে এই মেইলে hr@ndtvbd.com * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * নাগরিক সাংবাদিকতার পথে ,আপনি হতে পারেন নাগরিক সাংবাদিক, দেরি না করে এখনি পাঠিয়ে দিন আপনার ছবি সহ বায়োডাটা এই মেইলে hr@ndtvbd.com, আপনারা যদি কোন সংবাদ বা নিউজ ক্লিপ পাঠাতে চান তাহলে এই মেইলে পাঠাতে পারেন news@ndtvbd.com– Head Of News–* পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার

সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা, অবশেষে ধরা

WhatsApp Image 2023 09 04 at 7.26.10 PM

5 / 100

নিজস্ব প্রতিবেদক,

স্টার মেকার অ্যাপসে গান গেয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মো. মাসুদ রানা নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেটিগেশন (পিবিআই)। সোমবার বিকালে পিবিআইয়ের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টার মেকার অ্যাপস জি সাকিব খান নামের একটি আইডি দিয়ে গান গেয়ে নারীদেরকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনায় জড়িত এক প্রতারককে পাবনা থেকে গ্রেপ্তার করেছে পিবিআই যশোর জেলার একটি দল।মাসুদ রানা ওরফে সাকিব খান নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে গান পরিবেশন করতো। ভুক্তভোগী ওই গানে কমেন্ট করলে সাকিব খানের সাথে ভুক্তভোগীর পরিচয় হয়। সাকিব খান নিজেকে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং বাড়ী রাজশাহী বলে পরিচয় দেয়। স্টার মেকার জি সাকিব খান (ফাহিম) নামের আইডির মাধ্যমে ভুক্তভোগীর সাথে অন-লাইন বন্ধুত্ব হয়। ভুক্তভোগী একটি সরকারী প্রাইমারী স্কুলের শিক্ষক হওয়ায় সাকিব খান তাকে যোগাযোগ করে আরো ভালো চাকরির লোভ দেখিয়ে দুই লাখ টাকা নগদ একাউন্টের মাধ্যমে নেয়। পরবতীর্তে সাকিব খান আরো টাকা দাবি করলে ভুক্তভোগী বুঝতে পারে তিনি প্রতারণার স্বীকার হয়েছে। তখন ভুক্তভোগী ওই টাকা ফেরত চায়। তখন সাকিব খান ওই টাকা ফেরত দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে আশ্বস্ত করে। চলতি বছরের ৭ জুলাই যশোর চাঁচড়া মোড়ে ভুক্তভোগীকে দেখা করতে বলে। তখন ভুক্তভোগী ওই জায়গায় গেলে গেলে চাঁচড়া মোড়ের মধুমতি হোটেলে বসে সাকিব খান ভুক্তভোগীকে জুস খেতে বলে। জুস খাওয়ার পর ভুক্তভোগী কোন কিছু না বুঝেই সাকিব খানের কথা মত তার ব্যবহৃত একটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি যার দাম দুই লাখ ৪১ হাজার টাকা ও একটি সাম্যসাং মোবাইল সাকিব খানকে দিয়ে দেয়। সাকিব খান ভুক্তভোগীর সামনে থেকে স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে রেস্টুরেন্ট থেকে চলে যায়।

ভুক্তভোগী তখন বুঝতে পারে মো. মাসুদ রানা ওরফে সাকিব খান তার সাথে প্রতারণা করেছে। এ ঘটনায় ভুক্তভোগী ১৫ জুলাই যশোর পিবিআইয়ের পুলিশ সুপারের কাছে একটি আবেদন করে। তখন পিবিআইয়ের এসপি ছায়া তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) রেজোয়ানকে নির্দেশ দেন।

এসআই রেজোয়ান ওই আবেদনটির অনুসন্ধানের সময়ে জানতে পারে, মো. মাসুদ রানা ওরফে সাকিব খান পেশায় একজন কৃষক। তিনি এসএসসি পর্যন্ত পড়াশুনা করেন। তিনি পেশায় কৃষক হলেও মূলত স্টার মেকার অ্যাপে আর্মি ক্যাপ্টেন পরিচয় দিয়ে বিভিন্ন মেয়ের সাথে সখ্যতা গড়ে তুলে। পরবর্তীতে ভাল চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকর নিয়ে নেয়। এরআগেও তিনি একাধিক মেয়ের সাথে প্রতারণা করে। তিনি ভুক্তভোগীর সাথে একইভাবে সখ্যতা গড়ে তোলেন। আর ভুক্তভোগীকে বেশি বেতনের চাকরি দেওয়ার লোভ দেখিয়ে নগদ ব্যাংকিংয়ের মাধ্যমে দুই লাখ টাকা আর দুই লাখ ৪১ হাজার টাকা দামের স্বর্ণালংকার নিয়ে নেয়। তিনি একজন বড় মাপের প্রতারক বলে জানা যায়।

ওই অভিযোগটি তদন্তের সময়ে মাসুদ রানা ওরফে সাকিব খান ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের সঠিক তত্ত্ববধান ও দিক নির্দেশনায়, পিবিআইয়ের যশোর জেলার পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্ত্বে এসআই রেজোয়ান, এসআই শরীফ এনামুল হক, এসআই মো. জিয়াউর রহমান, এসআই রতন মিয়া সহ যশোরের আভিযানিক দল গত ২ সেপ্টেম্বর দিবাগত রাত ১১ টার সময়ে পাবনার ভাঙ্গুরা থানার থানা রোডের ওমর ট্রেডার্সের দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তার কাছ থেকে ভুক্তভোগীর কাছ থেকে ব্যবহৃত সাম্যসাংয়ের এম-১০ মডেলের মোবাইল ফোন এবং পরবতীর্তে গত ৩ সেপ্টেম্বর সাকিব খানের দেওয়া স্বীকারোক্তি মতে, ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া স্বর্ণালংকার খুলনার হেলাতলা রোডের নিউ অনিমা জুয়েলার্স থেকে ১২.৫৮ গ্রাম গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে মাসুদ রানা ওরফে সাকিব খানের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেন। কোতয়ালী মডেল থানার মামলা নম্বর-১৯। ধারা: ৪০৬/৪২০/৩২৮/৩৭৯ পেনাল কোড। ওই মামলাটি পিবিআই, যশোর জেলা স্ব-উদ্দ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই (নিঃ) রেজোয়ানের কাছে দায়িত্ব দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই রেজোয়ান আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে ৩ সেপ্টেম্বর আদালতে সোপর্দ করা হয়। আসামি মাসুদ রানা আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গ্রেপ্তারকৃত মো. মাসুদ রানা ওরফে সাকিব খাঁন পাবনা জেলার ভাঙ্গুরা থানার গোনাইগাছি গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা