সুনামগঞ্জ প্রতিনিধি
টাকা লেনদেনের বিষয় নিয়ে সুনামগঞ্জে ছাতক উপজেলায় মামার হাতে ভাগনা সাদির হোসেন(৩০)কে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার( ৩ নভেম্বর) রাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে সালিশ বৈঠকে চলাকালিন সময় ঘটনাটি ঘটে।
নিহত সাদির হোসেন (৩০)উপজেলার বানায়ত গ্রামের মনর আলীর পুত্র আর হামলাকারীরা একই গ্রামের বাসিন্দা এবং নিহত সাদির হোসেনের মামা(মনছব আলী) বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,গ্রামের আবাছ আলীর পুত্র মনছব আলী এবং মনর আলীর পুত্র সাদির হোসেনের মধ্যে মামলা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সাদির হোসেনের সম্পর্কে মামা হন মনছব আলী। রোববার রাতে এ বিষয় নিস্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সাদির হোসেন ও মনছব আলীর মধ্যে ৪০ হাজার টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি ও উত্তপ্ত বাক-বিতন্ডা শুরু হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে মামা মনছব আলী উত্তেজিত হয়ে তার লোকজন নিয়ে মাগনা সাদির হোসের উপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত সাদির হোসেনকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক জানান,জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। ময়না তদন্তে জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
Post Views: ১৩