ফুলবাড়ি(কুড়িগ্রাম)প্রতিনিধি:
বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) এর ফুলবাড়ী উপজেলা শাখা’র ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১১ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিগত কমিটির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ৫৫ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদে ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া সরকার লাকুকে সভাপতি ও ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলমকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। এ কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন।
এ সময় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ: প্রধান শিক্ষক ও সাধারণ শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
Post Views: ২৩