নিজস্ব প্রতিবেদক,
সামাজিক যোগাযোগ মাধ্যমে চুরির ভিডিও ফুটেজ দেখে চুরির মালামাল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো ইনভেটিগেশন (পিবিআই) গাজীপুর জেলা। এ ঘটনায় মো. রাকিব নামের এক যুবককেও গ্রেপ্তার করেছে পিবিআই। শনিবার বিকালে পিবিআইয়ের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত মো. রাকিব নেত্রকোনা জেলার সদর থানার স্বল্পদোগিয়া গ্রামের মো. রফিকুল ইসলাম ওরফে রফিকের ছেলে। তিনি গাজীপুরের জয়দেবপুর থানার বানিয়াচালা গ্রামের সারোয়ারের বাড়িতে ভাড়া থাকেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৬ আগস্ট সকাল পৌনে ১০ টার সময় নাজমুন্নাহার শিরিন তার বাসার দরজায় তালা লাগিয়ে মাওনা চৌরাস্তা তার ব্যবসা প্রতিষ্ঠানে কাজে যান। কাজ শেষ করে তিনি দুপুর পৌনে একটার সময় তার ভাড়া বাসায় এসে দেখতে পায়, তার বাসার দরজার তালা ভাঙ্গা। তিনি সাথে রুমের ভেতর গিয়ে দেখতে পায়, তার রুমের ওয়ার্ড্রপ ও আলমারি খোলা। রুমের তালা খাটের উপরে পড়ে আছে। আর ওয়ার্ড্রপে থাকা ১৩ হাজার ৭০০টাকা ও ড্রয়িং রুমের পাশের্বর রুমে থাকা ব্যবসার জন্য আনা একটি অ্যাশ রংয়ের, একটি সাদা রংয়ের ও একটি জাম রংয়েরসহ মোট তিনটি থ্রি পিছ যার দাম তিন হাজার ৩০০ টাকা এবং দুইটি শাঁড়ি যার দাম দুই হাজার টাকা ও একটি বেডশীট যার দাম এক হাজার ২০০টাকা সহ সর্বমোট ২০ হাজার ২০০ টাকার মালামাল অজ্ঞাতনামা চোর অথবা চোরেরা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে শিরিন তার ভাড়া বাসার সিসি টিভি ফুটেজে গত ওইদিন বেলা ১১ টা ৯ মিনিটে একজন লোককে বাসায় প্রবেশ করতে দেখেন। আর সোয়া ১১ টার সময় একটি পলির শপিং ব্যাগ নিয়ে বাসা চলে যেতে দেখেন। এ ঘটনায় নাজমুন্নাহার শিরিন শ্রীপুর থানায় একটি মামলা করেন।
থানায় মামলা হওয়ার পর গাজীপুরের পিবিআই মামলাটির তদন্তভার নেয়। মামলাটি তদন্ত করার সময়ে জয়দেবপুরের বানিয়াচালায় এলাকায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় একটি অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে। এ সময়ে তার কাছ থেকে তার কাছ থেকে নগদ ১৩ হাজার ৭০০টাকা ও দুইটি শাড়ি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রাকিবের বরাত দিয়ে পিবিআই জানায়, নেত্রকোনা জেলায় গ্রামের বাড়ি এলাকায় বিভিন্ন সময় চুরির ঘটনার সাথে জড়িত ছিল। এরপর সে গাজীপুর শ্রীপুরে এসে বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালাত। আর পাশাপাশি বিভিন্ন বাসা বাড়িতে চুরি করত। ২৬ আগস্ট শ্রীপুরের বেড়াইদেরচালা শিরিনের বাসায় বাসায় কৌশলে লোহার রড দিয়ে বাইরিয়ে তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে ওয়ার্ড্রপের ভেতর থেকে নগদ ১৩ হাজার ৭০০ টাকা সহ শাড়ি ও থ্রিপিছ চুরি করে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, গাজীপুর এলাকায় থাকার সময়ে তিনি আরো ১১টি বাড়িতে চুরি করেছে।
এ ব্যাপারে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, এটি একটি চুরির ঘটনা। চুরির ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পিবিআই গাজীপুরের একটি চৌকস দল অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। আর আসামির হেফাজত থেকে চুরি যাওয়া নগদ ১৩ হাজার ৭০০ টাকা ও দুইটি শাড়ি উদ্ধার করে। আর আসামি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।