নিজস্ব প্রতিবেদক,
রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এলাকায় মদ্যপানে জান্নাত আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইমু আক্তার নামের আরেক নারী অসুস্থ হয়েছেন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত জান্নাত আর ইমু সম্পর্কে খালাতো বোন।
মৃত জান্নাত আক্তারের মামাতো বোন ইভা আক্তার জানান, তারা দুজন মিলে একটি আবাসিক এলাকায় থাকেন। দুজনই পার্লারে কাজ করেন। শনিবার সকালে ইভা খবর পান, জান্নাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তিনি ঢাকা মেডিকেলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। জান্নাত মদপান করেছিলেন বলে জানতে পেরেছেন তিনি।
অসুস্থ ইমুর ছেলে বন্ধু (প্রেমিক) আব্দুল মতিন তাহান জানান, গত বৃহস্পতিবার রাতে ওই বাসায় মদপান করেন ইমু, জান্নাত ও তার প্রেমিক রাব্বি। এরপরই জান্নাত ও ইমু অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার রাতে জান্নাত অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তাকে রাতেই আবার বাসায় দিয়ে আসেন। ভোরে জান্নাত অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে জান্নাত আর ইমু দুজনকেই তারা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে জান্নাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইমুকে মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে। তারা দুজন আগে পার্লারে কাজ করলেও বর্তমানে তেমন কিছুই করতেন না বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে ভাটারা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মহাসীন উদ্দীন ঢাকাটাইমসকে বলেন, এমন কোন ঘটনা আমার জানা নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জান্নাতের লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য ভাটারা থানায় জানানো হয়েছে।
জান্নাত আক্তার টাঙ্গাইল জেলার সদর থানার আবদুল হান্নানের মেয়ে। আর ইমু আক্তারের বাড়িও একই এলাকায়।