নিজস্ব প্রতিবেদক,
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহ্রীরের’ একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম মো. আজাদুর রহমান চৌধুরী। এ সময়ে তার কাছ থেকে একটি মুঠোফোন ও ‘হিযবুত তাহ্রীরের’ পাঁচটি সংবাদ বিজ্ঞপ্তি জব্দ করা হয়। বুধবার বিকালে এন্টি টেররিজম ইউনিটের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সিলেটের সদর থানার মেহেন্দিবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালায় এন্টি টেররিজম ইউনিট। অভিযানে মো. আজাদুর রহমান চৌধুরী নামের ‘হিযবুত তাহ্রীরের’ একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এটিইউ জানায়, গ্রেপ্তারকৃত মো. আজাদুর রহমান চৌধুরী সিলেট উপশহর পয়েন্ট, গার্ডেন টাওয়ারে ‘আল-ইনসাফ ইন্টারন্যাশনালে’ এর ট্রাভেল এজেন্সিতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহ্রীরে’ বিভিন্ন প্রচার প্রচারণাসহ বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশে তথাকথিত খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এছাড়াও তিনি নিষিদ্ধ ঘোষিত এই জঙ্গি সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহ ও জনসমর্থন আদায়ের জন্য লিফলেট বিতরণের কাজে জড়িত ছিলেন।
তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতয়ালী মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. আজাদুর রহমান চৌধুরী সিলেট জেলার বিয়ানীবাজার থানার বাহাদুরপুর গ্রামের মৃত আতাউর রহমান চৌধুরীর ছেলে। তিনি সিলেটের শাহপরান থানার উপশহর এ ব্লকের তিন নম্বর সড়কের দুই নম্বর বাড়িতে বসবাস করতেন।