কায়সার রেজা লাবণ্য,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় যৌদ্দপীর কবরস্থানের ১১ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। প্রশাসন ও এলাকাবাসীর ধারণা শুক্রবার দিবাগত রাতে কঙ্কাল চোরের দল কঙ্কাল গুলো চুরির করেছে। তথ্য বিবরণীতে জানা যায় গত শনিবার সকালে এলাকার লোকজন কবরস্থানের মাঠে গরু চড়াতে গেলে বেশ কিছু কবর ভাঙ্গা চুড়া দেখতে পায়। এ তথ্য মহুর্তে ছড়িয়ে পড়লে শতশত লোক কবরস্থানে ছুটে যায় । এ ঘটনার তথ্য প্রশাসনের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা পরিশদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শহরিয়ার নজির, থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ। এ সময় কঙ্কাল হারা পরিবারের সদস্যগণ সহ অন্যান্য লোকজনের মাঝে হৃদয় বিদারক সৃষ্টি হয়। উল্লেখ্য যে, ঐ কবরস্থানে এর আগে কঙ্কাল চুরি করতে তিনটি কবর খুরে চোরেরা পালিয়ে যায়। অপরদিকে গত বছর পীরগঞ্জ পৌর শহরের প্রাণ কেন্দ্রের পীরডাংগী কবরস্থান হতে ১৭টি কঙ্কাল চুরি হয়।
Post Views: ৬২২