উত্তর কোরিয়া গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে আবারও ব্যর্থ - নাগরিক দৃষ্টি টেলিভিশন " /> উত্তর কোরিয়া গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে আবারও ব্যর্থ - নাগরিক দৃষ্টি টেলিভিশন
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন
নিউজ বোর্ড :
যেসব মানুষের বাস উড়োজাহাজে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন পিবিআই মামলা তদন্তে দক্ষতায় নতুন মাত্রা যোগ করেছে : আইজিপি ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে,বিএনপির আল্টিমেটাম পাবনায় অনুকুল ঠাকুরের আবির্ভাব দিবস উপলক্ষে তিনদিনের মহোৎসব শুরু হয়েছে মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের দাবি। মধ্য বয়সীরা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন : স্বাস্থ্য অধিদপ্তর আইনগত জটিলতা রয়েছে খালেদাকে বিদেশ নিতে: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে ডিএমপি যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে যা জানাল ভিসা নীতি নিয়ে পুলকিত হওয়ার কোনো কারণ নেই : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মিয়ানমার ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সাকিবকে ছাড়াই ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাংলাদেশ হারল সোধির কাছেই দৃঢ় প্রত্যয় প্রধানমন্ত্রীর—–নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনে আনে দুলাভাই, বিক্রি করে শালা! ওবায়দুল কাদের বলেছেন, ভিসানীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ। ডোনাল্ড লু বলেছেন,ভিসা নীতি ঘোষণার পর পর্যালোচনা করে নিষেধাজ্ঞা আরোপ আজ থেকে মাঠে আওয়ামী লীগ,ফের কর্মসূচি আমাদের অর্জন মার্কিন নিষেধাজ্ঞা আর ভিসানীতি : শামসুজ্জামান দুদু
নোটিশ বোর্ড :
জরুরি ঘোষণাঃ আমাদের আই টি বিভাগের কারিগরি উন্নয়ন এর কাজ চলছে! এতে প্রচারে বিঘ্ন ঘটতে পারে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। #Ndtvbdnewsroom “জরুরী আবশ্যক”বেসরকারী অনলাইন টেলিভিশন চ্যানেল ” নাগরিক দৃষ্টি টেলিভিশন ” এনডিটিভি তে এ উপস্থাপক উপস্থাপিকা, ভয়েস আটির্স,অফিস সহকারী পুরুষ – মহিলা এসএসসি,এইচএসসি,স্নাতক,ছবি সহ আবেদন করতে হবে এই মেইলে hr@ndtvbd.com * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * নাগরিক সাংবাদিকতার পথে ,আপনি হতে পারেন নাগরিক সাংবাদিক, দেরি না করে এখনি পাঠিয়ে দিন আপনার ছবি সহ বায়োডাটা এই মেইলে hr@ndtvbd.com, আপনারা যদি কোন সংবাদ বা নিউজ ক্লিপ পাঠাতে চান তাহলে এই মেইলে পাঠাতে পারেন news@ndtvbd.com– Head Of News–* পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার

উত্তর কোরিয়া গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে আবারও ব্যর্থ

agaminews koriya 24 0

5 / 100

যদিও আগামী অক্টোবর মাসে স্যাটেলাইট উৎক্ষেপণে আবারও চেষ্টা চালানোর কথা জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে আবারও ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া। পূর্ব এশিয়ার এই দেশটি গত মে মাসের পর বৃহস্পতিবার (২৪ আগস্ট) দ্বিতীয় দফায় এই স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করে এবং ব্যর্থ হয়।প্রতিবেদনে বলা হয়েছে, কক্ষপথে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠাতে উত্তর কোরিয়ার প্রচেষ্টা দ্বিতীয়বারের মতো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। দেশটি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। কিন্তু স্যাটেলাইট বহনকারী রকেটের তৃতীয় পর্যায়ের সমস্যার কারণে এটি ব্যর্থ হয়।

আগামী অক্টোবর মাসে উত্তর কোরিয়া আবারও সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করবে বলেও জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবারের এই স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা সম্পর্কে উত্তর কোরিয়া সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, ‘রকেটের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের উড্ডয়ন স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় পর্যায়ের উড্ডয়নের সময় জরুরি ব্লাস্টিং সিস্টেমে ত্রুটির কারণে উৎক্ষেপণটি ব্যর্থ হয়ে যায়।’

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৩টা ৫০ মিনিটে সোহাই স্যাটেলাইট লঞ্চিং স্টেশন থেকে উৎক্ষেপণটি শনাক্ত করে তারা। উৎক্ষেপণের পর রকেটটি ইয়েলো সাগরের ওপর দিয়ে ‘আন্তর্জাতিক আকাশসীমা অতিক্রম করে’।

আল জাজিরা বলছে, এর প্রায় ১০ মিনিট পরে জাপানের ওকিনাওয়ার দক্ষিণতম অঞ্চলের বাসিন্দাদের তাদের বাড়ির ভেতরে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শসহ জরুরি সতর্কতা দেওয়া হয়। তবে প্রায় ২০ মিনিট পর তুলে নেওয়া হয় সেই সতর্কতা।

জাপানি সম্প্রচারকারী এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার এই গোয়েন্দা স্যাটেলাইটের কিছু ধ্বংসাবশেষ ফিলিপাইনের কাছে প্রশান্ত মহাসাগরে পড়ে থাকতে পারে।

আল জাজিরা বলছে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং অত্যাধুনিক অস্ত্র তৈরির পরিকল্পনার অংশ হিসেবে দেশটির নেতা কিম জং উনের কাছে গোয়েন্দা স্যাটেলাইটটি অগ্রাধিকার হিসেবে রয়েছে। গত মে মাসের শেষের দিকে দেশটি প্রথম দফায় গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালায় এবং সেটি কার্যত বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়েছিল।

পরে পিয়ংইয়ংয়ের কর্মকর্তারা এটিকে তাদের ‘গুরুতর ব্যর্থতা’ বলে অভিহিত করেন এবং আবারও গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করার প্রতিশ্রুতি দেন। এরপর বৃহস্পতিবার দ্বিতীয় দফায় চেষ্টা চালায় দেশটি।

অবশ্য জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেছেন, বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাব এবং সম্ভাব্য কঠোর ভাষায় এই উৎক্ষেপণের নিন্দা জানাব।’

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদও এই স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা করেছে। তারা বলেছে, পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব রয়েছে, সর্বশেষ উৎক্ষেপণের ঘটনা সেটি লঙ্ঘন করেছে।

যুক্তরাষ্ট্র বলেছে, গোয়েন্দা স্যাটেলাইটের উৎক্ষেপণ জাতিসংঘের রেজুলেশন লঙ্ঘন করেছে। এছাড়া ‘হুমকি তৈরি করে এমন আরও কার্যকলাপ চালানো’ থেকে উত্তর কোরিয়াকে বিরত থাকার এবং পিয়ংইয়ংকে কূটনীতিতে যুক্ত হওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা