মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় এই কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধার্মিকদেরকে জঙ্গি বানিয়ে ‘রাজনৈতিক ফায়দা’ হাসিল করছে সরকার।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ আছে এটা আওয়ামী লীগ পশ্চিমা বিশ্ব ও ভারতকে দেখাতে চায়। এটা তাদের প্রয়োজন আছে। জঙ্গি আছে, এটাকে দমন করার জন্য শুধু তাদের ক্ষমতায় থাকা দরকার। এটাই হচ্ছে তাদের (আওয়ামী লীগের) মূল উদ্দেশ্য।
তিনি বলেন, এদেশের জনগণ এমনিতেই ধর্মপ্রাণ। এটা তো কোনো পাপ নয়, অপরাধ নয়। কিন্তু কোনো মানুষ যারা ধর্ম পালন করেন, তাদেরকে জঙ্গি বানিয়ে ফায়দা লুটতে চায় এ সরকার। আজ আমরা একটি ভয়াবহ অবস্থায় আছি। সব ক্ষেত্রেই শুধু প্রতারণা।
বিএনপি মহাসচিব বলেন, তারা সাধারণ মানুষের ওপর সন্ত্রাস-জঙ্গিবাদ চাপিয়ে দিয়ে হত্যার রাজনীতি করছে। জনগণের অধিকার কেড়ে নিচ্ছে। জঙ্গি তো আওয়ামী লীগ। এটা তো অস্বীকার করার সুযোগ নেই।
সম্প্রতি কুলাউড়ার পাহাড়ি এলাকায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সন্দেহভাজন জঙ্গি আস্তায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে আছেন চিকিৎসকের স্ত্রী, প্রকৌশলী। কয়েকজন বিদেশে পড়াশোনা করে সরাসরি এখানে চলে এসেছেন বলেও আইনশৃঙ্খলা বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়।
আলোচিত সেই অভিযানের পরেই একে ‘নাটক’ বলেছিলেন মির্জা ফখরুল। আবার একই কথা বললেন তিনি।
বিএনপি নেতা বলেন, আপনারা দেখেছেন কিছুদিন আগে… একটা পাড়া থেকে একটা গহিন জঙ্গলের কথা বলে নিরীহ মানুষজনকে জঙ্গি বলে তুলে নিয়ে আসলো। এটার প্রয়োজন আছে তাদের। কারণ তারা দেখাতে চায় যে, বাংলাদেশে জঙ্গিবাদ আছে। জঙ্গি আছে, এটাকে দমন করবার জন্য শুধু তাদেরকেই দরকার। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্যে। এবং সেটা দেখাতে চায় পশ্চিমা বিশ্ব ও ভারতকে।
২১ আগস্টের গ্রেনেড হামলা অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানকে ফাঁসানো হয়েছে। ১৪৫ দিন রিমান্ডে নিয়ে তাড়াহুড়ো করে রায় দিয়ে মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হয়েছে। শেখ হাসিনা নিজেও এ মামলায় সাক্ষী ছিলেন, তিনি যাননি। মুফতি হান্নান ফাঁসির আগে একটি স্টেটমেন্ট দিয়েছিল, তা প্রকাশ হওয়ার আগেই তাকে ফাঁসিতে ঝোলানো হয়। অথচ বিএনপির শাসনামলেই মুফতি হান্নানকে গ্রেপ্তার করা হয়েছিল।
এ সময় কাজী জাফরের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, তিনি আমাদের নায়ক। ফিল্মির হিরো ছিলেন উত্তম কুমার, আর রাজনীতির নায়ক ছিলেন কাজী জাফর আহমদ। একে একে প্রদীপ নিভে যাচ্ছে। আজকের এই দুর্দিনে তাদের খুব প্রয়োজন ছিল। দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে সমাজে তাদের আদর্শ বাস্তবায়ন করতে হবে।
সাবেক মন্ত্রী ও জাপার একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এস এম এম শামীমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, নওয়াব আলী আব্বাস খান, মাওলানা রুহুল আমিন, নজরুল ইসলাম প্রমুখ।