সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে উদ্যোক্তা ও গ্রাম পর্যায়ে নেতৃত্ব দানের জন্য সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) দুপুরে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে গ্রাম পর্যায়ের ৪২ জন উদ্যোক্তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,বিশেষ অতিথি সুনামগঞ্জ সদর উপজেলার সমাজ সেবা অফিসার মোহাম্মদ শাহীনূর আলম,পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর,মহিলা প্যানেল মেয়র সৈয়দা জাহানারা বেগম,কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’র সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন,ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এরিয়া প্রোগ্রামের ম্যানাজার স্টিপ তাপস চিসিম,স্পন্সরশীপ চাইল্ড প্রোটেকশন অফিসার অপূর্ব চিসিম,উত্তম চক্রবতী,প্রোগ্রাম অফিসার আইটি মন সলোমান সহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন, উদ্যোক্তারাই একটি দেশের অর্থনীতিকে সচল রাখে, টেকসই উন্নয়নে অবদান রাখে তারাই। যে দেশে যত বেশি দক্ষ উদ্যোক্তা সেই দেশ তত বেশি উন্নত। আমাদের দেশে এখনো সেই ভাবে উদ্যোক্তা তৈরি হয় নাই, উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি জানাতে এবং মানুষকে উদ্যোক্তা হতে উৎসাহ দিতে এমন সম্মাননা প্রদান অনুষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গ্রাম পর্যায়ের এসব উদ্যোক্তারা সম্মাননা পুরস্কার পেয়ে ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এরিয়া প্রোগ্রামের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উষ্ণ অভিবাদন জানান।