নিজস্ব প্রতিবেদক,
জাপানে যারা এক লাখ ডলারের সেবা অথবা রপ্তানি করবেন, তারা পিএফআই ভুক্ত তফসিলি ব্যাংকের মাধ্যমে বছরে পাঁচ শতাংশ সুদে ঋণ পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। তিনি বলেন,বরিশাল অঞ্চলের যেসব উদ্যোক্তা বা ব্যবসায়ীরা জাপানে বিভিন্ন পণ্য বা সেবা রপ্তানি করছেন তারা এই প্রজেক্টের আওতায় ঋণ নিয়ে তাদের ব্যবসার অধিকতর সম্প্রসারণ ঘটানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
শনিবার সরাসরি বৈদেশিক বিনিয়োগ উন্নয়ন প্রকল্প (এফডিআইপিপি)” বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের এফডিআইপিপির তত্ত্বাবধানে সরাসরি বৈদেশিক বিনিয়োগ উন্নয়নের উপর বিশেষ সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শওকাতুল আলম বলেন, জাপানে রপ্তানি সংক্রান্ত ওই প্রকল্প বরিশাল অঞ্চলে শিল্প কল-কারখানার বিকাশ ঘটাতে সহায়ক হবে। তিনি বরিশাল অঞ্চলের ব্যবসায়ী ও উদ্যোক্তাদেরকে এ প্রকল্পের আওতায় ঋণ গ্রহণের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
সেমিনারে প্রজেক্ট কনসালট্যান্ট হিসেবে উপস্থিত ছিলেন মি. টামন নাগাই। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের পরিচালক মিজানুর রহমান আকন।
অনুষ্ঠানে বরিশাল অঞ্চলে কার্যরত ২০ টি ব্যাংক এবং পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানের আঞ্চলিক প্রধানেরা, বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিয়ের প্রতিনিধিসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচ্য বিষয়ের উপর দুইটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন এফডিআইপিপি পিআইইউ কনসালট্যান্ট মি. টামন নাগাই এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ইভানা আক্তার।